TRENDING:

Dilip Ghosh: ইডি কেন রাজ্যে? CBI তদন্তে সর্ষের মধ্যে 'ভূত' পাচ্ছেন খোদ দিলীপ, দিলেন 'সেটিং' তত্ত্ব!

Last Updated:

Dilip Ghosh: দিলীপ ঘোষ বলেন, 'তবে ওষুধ কম হচ্ছে অসুখ অনুযায়ী। অনেকেই বিক্রি হয়। কেউ লক্ষে কেউ কোটিতে। সিবিআই এতদিন তদন্ত করছিল কিছু সেরকম তথ্য প্রমাণ বার করতে পারছিল না। হয়ত সর্ষের মধ্যেই ভূত ছিল।'

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রাজ্যে সারদা, নারদা সিবিআই তদন্ত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই সিবিআই তদন্ত নিয়ে এবার সরব বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি  দিলীপ ঘোষ। রবিবার শহরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানের মঞ্চে দিলীপ ঘোষের মন্তব্য, ''সিবিআই গত কয়েক বছর ধরে এখানে সেটিং করছিল। অর্থ মন্ত্রক সবকিছু বুঝেই ইডি পাঠিয়েছে বাংলায়। সেটিং যারা করেছে এখন তাঁরা বলছে, 'ইডি কেন?' কারণ এই কুকুরটা পোষ মানবে না, বড় কুকুর কামড়াবে। একইসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'তবে ওষুধ কম হচ্ছে অসুখ অনুযায়ী। অনেকেই বিক্রি হয়। কেউ লক্ষে কেউ কোটিতে। সিবিআই এতদিন তদন্ত করছিল কিছু সেরকম তথ্য প্রমাণ বার করতে পারছিল না। হয়ত সর্ষের মধ্যেই ভূত ছিল।'
কী বললেন দিলীপ ঘোষ?
কী বললেন দিলীপ ঘোষ?
advertisement

আরও পড়ুন: 'মামলা অথবা হামলা...', সৌগতর কটাক্ষে জোরালো 'জবাব' সুকান্তর! তৃণমূল-বিজেপি টক্করে তোলপাড় রাজ্য

আরও পড়ুন: আমার সব শেষ...! 'মায়ের খাবার-ওষুধ যোগাচ্ছে কে?' জেলে বসে সঙ্কটের কালো মেঘ অর্পিতার চোখে

অনুষ্ঠান মঞ্চে কাজি মাসুম আখতারের প্রশ্ন ছিল, সারদা, নারদা ওয়াকফে সঠিক তদন্ত হয়নি। আপনার মাধ্যমে ভারত সরকারের কাছে প্রকৃত তদন্তের আবেদন জানাই। অনুষ্ঠান শেষে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে প্রশ্ন করা হয়, 'সিবিআই ডোজ কি কম হয়ে গেছে?' উত্তরে দিলীপ ঘোষ বলেন, "আমার সভাপতিত্বর সময়ে সিবিআই অফিস অভিযান করি আমরা।সিবিআই-ইডি চেষ্টা করছে। তবে এ সবের জন্য সিবিআই ইডির বড় বাহিনী দরকার। রাজ্য তদন্তে সহযোগিতা করছে না। ডোজ আরও বাড়ানো হচ্ছে। সবাইকেই তদন্তের আওতায় আনা উচিত।'

advertisement

আরও পড়ুন: তৃণমূল নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির পিছনে 'আসল কারণ' কী? বিস্ফোরক 'দাবি' সুকান্ত মজুমদারের

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

রবিবার দিলীপের এই চাঁছাছোলা মন্তব্যে জল্পনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সিবিআই তদন্তে কী সেটিং, কার কার সঙ্গে সেটিং তাই এখন জানতে চাইছেন রাজ্যবাসী। গরুপাচারে অনুব্রত মণ্ডলের সিবিআই গ্রেফতার নিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দিলীপ ঘোষের সেটিং তত্ব পরোক্ষে সিবিআই ওপর চাপ আরও বাড়বে বলেই মত অনেকের। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি তদন্তে প্রথম গ্রেফতার করেছে ইডি। সিবিআই পরে গ্রেফতার করে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: ইডি কেন রাজ্যে? CBI তদন্তে সর্ষের মধ্যে 'ভূত' পাচ্ছেন খোদ দিলীপ, দিলেন 'সেটিং' তত্ত্ব!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল