আরও পড়ুন: আমার সব শেষ...! 'মায়ের খাবার-ওষুধ যোগাচ্ছে কে?' জেলে বসে সঙ্কটের কালো মেঘ অর্পিতার চোখে
অনুষ্ঠান মঞ্চে কাজি মাসুম আখতারের প্রশ্ন ছিল, সারদা, নারদা ওয়াকফে সঠিক তদন্ত হয়নি। আপনার মাধ্যমে ভারত সরকারের কাছে প্রকৃত তদন্তের আবেদন জানাই। অনুষ্ঠান শেষে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতিকে প্রশ্ন করা হয়, 'সিবিআই ডোজ কি কম হয়ে গেছে?' উত্তরে দিলীপ ঘোষ বলেন, "আমার সভাপতিত্বর সময়ে সিবিআই অফিস অভিযান করি আমরা।সিবিআই-ইডি চেষ্টা করছে। তবে এ সবের জন্য সিবিআই ইডির বড় বাহিনী দরকার। রাজ্য তদন্তে সহযোগিতা করছে না। ডোজ আরও বাড়ানো হচ্ছে। সবাইকেই তদন্তের আওতায় আনা উচিত।'
advertisement
রবিবার দিলীপের এই চাঁছাছোলা মন্তব্যে জল্পনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। সিবিআই তদন্তে কী সেটিং, কার কার সঙ্গে সেটিং তাই এখন জানতে চাইছেন রাজ্যবাসী। গরুপাচারে অনুব্রত মণ্ডলের সিবিআই গ্রেফতার নিয়ে সরব হয়েছেন খোদ তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। দিলীপ ঘোষের সেটিং তত্ব পরোক্ষে সিবিআই ওপর চাপ আরও বাড়বে বলেই মত অনেকের। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি তদন্তে প্রথম গ্রেফতার করেছে ইডি। সিবিআই পরে গ্রেফতার করে।