একটি মাত্র ডোজের এই টিকার ট্রায়াল হয়েছে অস্ট্রেলিয়ায়। প্রাথমিক ভাবে দেখা গিয়েছে, ১৮ থেকে ৪৫ বছর বয়সিদের উপর ভাল কাজ করেছে এই ডেঙ্গি টিকা। আইসিএমআর এবং সিরাম ইনস্টিটিউটের প্রস্তুত এই টিকা ডেঙ্গির ৪টি ধরনের উপরেই ভাল কাজ করছে বলে সংস্থার দাবি। এই প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসক কাজল কৃষ্ণ বণিক বলেন, ‘‘করোনা অতিমারির পরে এই টিকা ভারতের হাত ধরে বাজারে এলে এর থেকে ভাল খবর কিছু হতে পারে না।’’
advertisement
ডেঙ্গি ভ্যাকসিন তৈরি করেই থমকে নেই ভারতীয় এই ওষুধ প্রস্তুতকারক সংস্থা। ডেঙ্গির পাশাপাশি ম্যালেরিয়ার জন্যেও টিকা তৈরির কাজ প্রায় শেষের পথে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং সিরাম ইনস্টিটিউটের যৌথ প্রচেষ্টায় প্রস্তুত ম্যালেরিয়া ভ্যাকসিন৷ নাম, R 21/matrix M। ৫ মাস বয়সের শিশুদের থেকে ৩৬ মাস বয়সি ৪ হাজার ৮০০ শিশুর উপরে ট্রায়াল হয়েছে আফ্রিকা এবং ইউরোপে।
দ্বিতীয় দফার ট্রায়ালের পর দেখা গেছে, টিকার কার্যকারিতা প্রায় ৭৭%। সূত্রের খবর, ভারতীয় এই সংস্থা ট্রায়ালের শেষে প্রায় ২০০ মিলিয়ন ডোজ তৈরি করবে। এই প্রসঙ্গে ক্লিনিক্যাল ট্রায়াল ফেসিসিলেটর স্নেহেন্দু কোনার বলেন, ‘‘ম্যালেরিয়ার জন্য প্রস্তুত এই টিকার এফিকেসি খুবই ভাল, আমরা ভীষণ ভাবে আশাবাদী সেরাম ইনস্টিটিউটের এই টিকা নিয়ে।’’