Kolkata Metro Rail: টেরাকোটার অন্দরসজ্জা থেকে USB চার্জিং পয়েন্ট! ৬০০০ কোটি দিয়ে তৈরি হচ্ছে ঝাঁ চকচকে নতুন মেট্রো রেক

Last Updated:
কী কী থাকছে কলকাতা মেট্রো রেলের এই নতুন রেকের অন্দরে? বর্তমানে কলকাতা মেট্রোয় আছে ৪৬টি রেক। এর মধ্যে ৩২ ব্রড গেজ ও ১৪ স্ট্যান্ডার্ড গেজ৷ আরও ৮৫'টি রেক যুক্ত হলে তা বেড়ে দাঁড়াবে ১৩১ টি রেকে। এর মধ্যে ১১৪টি ব্রড গেজ ও ১৭টি স্ট্যান্ডার্ড গেজ৷ 
1/7
 আমূল বদলে যেতে চলেছে কলকাতার মেট্রো রেক। এবার এক্কেবারে বিদেশের ধাঁচে মেট্রো রেক দেখা যাবে শহরের লাইফলাইন জুড়ে৷ আগামী কয়েক বছরে তিলোত্তমা কলকাতা যেমন নতুন নতুন মেট্রো রুট পেতে চলেছে, তেমনই সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়বে মেট্রোর যাত্রী সংখ্যাও৷ এই অবস্থায় মেট্রোর পরিষেবা যাতে বিশ্বমানের হয়, সেই চেষ্টা নিয়েই আসছে মেট্রোর নয়া রেক।
আমূল বদলে যেতে চলেছে কলকাতার মেট্রো রেক। এবার এক্কেবারে বিদেশের ধাঁচে মেট্রো রেক দেখা যাবে শহরের লাইফলাইন জুড়ে৷ আগামী কয়েক বছরে তিলোত্তমা কলকাতা যেমন নতুন নতুন মেট্রো রুট পেতে চলেছে, তেমনই সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়বে মেট্রোর যাত্রী সংখ্যাও৷ এই অবস্থায় মেট্রোর পরিষেবা যাতে বিশ্বমানের হয়, সেই চেষ্টা নিয়েই আসছে মেট্রোর নয়া রেক।
advertisement
2/7
advertisement
3/7
এই মেট্রো রেক তৈরি হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে৷ ইতিমধ্যেই মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি পরিদর্শন করে এসেছেন। মেট্রো সূত্রের খবর, বাংলার সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে এই এসি রেকের ভিতরের নকশা করা হবে। টেরাকোটার কাজের ছোঁয়া থাকবে রেকের অন্দরে৷ থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের একাধিক উক্তি৷
এই মেট্রো রেক তৈরি হচ্ছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে৷ ইতিমধ্যেই মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি পরিদর্শন করে এসেছেন। মেট্রো সূত্রের খবর, বাংলার সংস্কৃতির সঙ্গে সাযুজ্য রেখে এই এসি রেকের ভিতরের নকশা করা হবে। টেরাকোটার কাজের ছোঁয়া থাকবে রেকের অন্দরে৷ থাকবে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের একাধিক উক্তি৷
advertisement
4/7
প্রতি কোচে থাকবে ইউএসবি চার্জিং পয়েন্ট। এই রেকের প্রতি কোচের এক কোণে থাকতে চলেছে স্ট্যান্ডিং সিট৷ অর্থাৎ, এর নীচে লাগেজ রাখা যাবে৷ বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ স্টেশনের যাতায়াতকারীদের জন্য এই সিদ্ধান্ত৷ প্রতি কোচের মেঝে এমন করা হচ্ছে, যেখানে কেউ যাতে পিছলে না যান৷ এছাড়া, অগ্নি-নির্বাপণ যন্ত্রের পাশাপাশি থাকতে চলেছে ট্রেন চলার সময়ে ধরার হ্যান্ডেল।
প্রতি কোচে থাকবে ইউএসবি চার্জিং পয়েন্ট। এই রেকের প্রতি কোচের এক কোণে থাকতে চলেছে স্ট্যান্ডিং সিট৷ অর্থাৎ, এর নীচে লাগেজ রাখা যাবে৷ বিমানবন্দর, হাওড়া ও শিয়ালদহ স্টেশনের যাতায়াতকারীদের জন্য এই সিদ্ধান্ত৷ প্রতি কোচের মেঝে এমন করা হচ্ছে, যেখানে কেউ যাতে পিছলে না যান৷ এছাড়া, অগ্নি-নির্বাপণ যন্ত্রের পাশাপাশি থাকতে চলেছে ট্রেন চলার সময়ে ধরার হ্যান্ডেল।
advertisement
5/7
 প্রতি কোচের মধ্যে থাকছে সিসিটিভি ক্যামেরা। এই অত্যাধুনিক ক্যামেরা এমনভাবে থাকবে, যাতে রিয়েল টাইম ভিজুয়াল পাওয়া সম্ভব৷ এছাড়া, থাকছে টক ব্যাক ইউনিট৷ যাতে অসুবিধায় পড়লে যাত্রীরা কথা বলতে পারেন মোটরম্যানের সঙ্গে। যাত্রীদের যাতে ভিড়ের কারণে ভেস্টিবিউলে দাঁড়াতে না হয়, তার জন্য প্রতি কোচ হচ্ছে অনেক প্রশস্ত৷ এছাড়া, ভিতরে থাকতে চলেছে একাধিক ডিজিটাল ডিসপ্লে বোর্ডের ব্যবস্থা৷ বিশেষ আলোর ব্যবস্থা থাকছে৷ যা বিভিন্ন আবহাওয়ায় অ্যাডজাস্ট হবে।
প্রতি কোচের মধ্যে থাকছে সিসিটিভি ক্যামেরা। এই অত্যাধুনিক ক্যামেরা এমনভাবে থাকবে, যাতে রিয়েল টাইম ভিজুয়াল পাওয়া সম্ভব৷ এছাড়া, থাকছে টক ব্যাক ইউনিট৷ যাতে অসুবিধায় পড়লে যাত্রীরা কথা বলতে পারেন মোটরম্যানের সঙ্গে। যাত্রীদের যাতে ভিড়ের কারণে ভেস্টিবিউলে দাঁড়াতে না হয়, তার জন্য প্রতি কোচ হচ্ছে অনেক প্রশস্ত৷ এছাড়া, ভিতরে থাকতে চলেছে একাধিক ডিজিটাল ডিসপ্লে বোর্ডের ব্যবস্থা৷ বিশেষ আলোর ব্যবস্থা থাকছে৷ যা বিভিন্ন আবহাওয়ায় অ্যাডজাস্ট হবে।
advertisement
6/7
বর্তমানে কলকাতা মেট্রোয় আছে ৪৬টি রেক। এর মধ্যে ৩২ ব্রড গেজ ও ১৪ স্ট্যান্ডার্ড গেজ৷ আরও ৮৫'টি রেক যুক্ত হলে তা বেড়ে দাঁড়াবে ১৩১'টি রেকে। এর মধ্যে ১১৪'টি ব্রড গেজ ও ১৭'টি স্ট্যান্ডার্ড গেজ৷ 
বর্তমানে কলকাতা মেট্রোয় আছে ৪৬টি রেক। এর মধ্যে ৩২ ব্রড গেজ ও ১৪ স্ট্যান্ডার্ড গেজ৷ আরও ৮৫'টি রেক যুক্ত হলে তা বেড়ে দাঁড়াবে ১৩১'টি রেকে। এর মধ্যে ১১৪'টি ব্রড গেজ ও ১৭'টি স্ট্যান্ডার্ড গেজ৷ 
advertisement
7/7
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সিটি অফ জয়ের সাথে পাল্লা দিয়েই এই মেট্রো রেক আসতে চলেছে শহর কলকাতায়। ২০২৬ সাল নাগাদ এই নতুন রেক আসবে কলকাতায়। মোট ৮৫টি মেট্রো রেক আসবে বলে সূত্রের খবর৷
মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সিটি অফ জয়ের সাথে পাল্লা দিয়েই এই মেট্রো রেক আসতে চলেছে শহর কলকাতায়। ২০২৬ সাল নাগাদ এই নতুন রেক আসবে কলকাতায়। মোট ৮৫টি মেট্রো রেক আসবে বলে সূত্রের খবর৷
advertisement
advertisement
advertisement