TRENDING:

Delhi Blast Update: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বঙ্গে আটক ডাক্তারি ছাত্র! উত্তর দিনাজপুরে NIA, বিয়ের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল পড়ুয়াকে

Last Updated:

জানা গিয়েছে, দু’দিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে মা ও বোনকে নিয়ে কোনালে আসেন নিসার। তার মাঝেই শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়।

advertisement
উত্তর দিনাজপুর: দিল্লির লালকেল্লা বিস্ফোরণের ঘটনার তদন্ত করতে করতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ এসে পৌঁছল উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকায়৷ সূত্রের খবর, সেখান থেকেই আটক করা হয়েছে৷ ওই মেডিক্যাল ছাত্রের নাম নিসার আলম৷ হরিয়ানার যে আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে নাশকতার চক্রান্তের অভিযোগে মুজাম্মিল, আদিলদের গ্রেফতার করা হয়েছে, নিসার সেই বিশ্ববিদ্যালয়েরই জুনিয়র চিকিৎসক৷
News18
News18
advertisement

সূত্রের খবর, ফরিদাবাদের আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিসার আলমের সঙ্গে ফরিদাবাদ মডিউলের যোগ পাওয়া গেছে৷ মডিউলের সদস্যদের সঙ্গে বিভিন্ন ভাবে যোগাযোগ ছিল বলে নিসারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছেন এনআইএ-র তদন্তকারীরা৷

আরও পড়ুন :৮ ‘ফিদায়েঁ’, ৪ টে শহর! বেছে নেওয়া হয়েছিল, দিল্লিতেই থামে ফরিদাবাদের ‘হোয়াইট কলার’ টেরর মডিউলের বিরাট পরিকল্পনা

advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে নিসারের বাড়ি লুধিয়ানায়৷ কিন্তু, তাঁর পৈতৃক ভিটে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কোনাল গ্রামে। ধৃতের বাবা তৌহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। তবে তাঁর পরিবারের সঙ্গে কোনালের আত্মীয়দের যোগাযোগ এখনও রয়েছে।

জানা গিয়েছে, দু’দিন আগে এক আত্মীয়ের বিয়েতে যোগ দিতে মা ও বোনকে নিয়ে কোনালে আসেন নিসার। তার মাঝেই শুক্রবার সকালে তাঁকে আটক করা হয়।

advertisement

কী ভাবে নিসারের হদিস পেল এনআইএ?

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, লালকেল্লা বিস্ফোরণের পরে প্রথমে গোয়েন্দাদের তরফে যোগাযোগ করা হয় লুধিানায় নিসারের বাবা তৌহিদ আলমের সঙ্গে৷ তিনিই জানান, তাঁর ছেলে বর্তমানে উত্তর দিনাজপুরে রয়েছে৷ সেই মতো বৃহস্পতিবার গভীর রাতে সূর্যাপুরের দিকে অভিযান শুরু হয়।

পুলিশ সূত্র বলছে, মোবাইল ফোনের লোকেশনই পথ দেখায় তদন্তকারীদের। সিগন্যাল দেখায়, নিশার সূর্যাপুর বাজারের আশেপাশেই রয়েছেন। তারপর রাতভোর নজরদারি। ভোরে অভিযান। আটক করেই তাঁকে নিয়ে যাওয়া হয় ইসলামপুরে। পরে জিজ্ঞাসাবাদের জন্য শিলিগুড়ি-তে স্থানান্তরিত করা হয়।

advertisement

আরও পড়ুন: দিল্লি ঘটনার পিছনে…কাশ্মীরের পুলওয়ামার শান্ত, ‘কৃতী’ ছেলে! বিস্ফোরণের ঠিক আগে একবার বেরিয়েছিল গাড়ি থেকে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

নিসারের পরিবার পরিজন থেকে শুরু করে আত্মীয়েরা প্রত্যেকেই এই ঘটনায় অবাক, পরিবারের দাবি, তাঁদের ছেলে খুবই শান্ত, ভদ্র, নম্র৷ পড়াশোনা ছাড়া কোনও দিকে তাকাত না৷ কোনও সংগঠনের সাথে জড়িয়ে পড়া তো তাঁদের কাছে এককথায় অবিশ্বাস্য৷ ছেলে আটক হওয়ার পরে কান্নায় ভেঙে পড়েন তাঁর মা-ও৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Delhi Blast Update: দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বঙ্গে আটক ডাক্তারি ছাত্র! উত্তর দিনাজপুরে NIA, বিয়ের বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হল পড়ুয়াকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল