লোকসভা ও বিধানসভা মিলিয়ে গত কয়েক বছরে আলিপুরদুয়ারে পরের পর নির্বাচনে হারতে হয়েছিল তৃণমূলকে। তবে মাস দু’য়েক আগে এই জেলারই মাদারিহাট বিধানসভার উপনির্বাচনে জয়ের মুখ দেখেছে রাজ্যের শাসক দল। যে জেলা গত বিধানসভা ভোটে শুন্য হাতে ফিরিয়েছিল, সেই জেলায় জোট বেঁধে ময়দানে নেমে পড়েছে শাসকদল। দলের সমস্ত নেতা-কর্মীদের এখন থেকে ২০২৬ সালের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
advertisement
আরও পড়ুন : অষ্টম শ্রেণি থেকেই পাঠক্রমে সাইবার ক্রাইম! পাঠ্যবইয়ে এবার আত্মসচেতনতার পাঠ পড়ুয়াদের
আলিপুরদুয়ার জেলার একটা বড় অংশ চা বাগানের ভোট। বাগানের ভোট যাঁদের দখলে, তাঁরাই এগিয়ে থাকে। এই অবস্থায় শাসক দলের কৌশল হল বাগানে আরও বেশি করে সময় দেওয়া। সেই মোতাবেক বাগানকেন্দ্রিক প্রশাসনিক কর্মসূচি বা প্রকল্পের সুফল দেওয়ার সঙ্গেই, নজরে আনা হয়েছে চা বাগানে রাজনৈতিক কর্মসূচিও। সব মিলিয়ে চা বলয়ে রাজনৈতিক চমক দিতে চায় শাসক দল।