নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্ত্রীর উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘দফতরের সচিব বলল তুমি করে দিলে? এইভাবে হয় না। আমার কাছে আনবে না, ক্যাবিনেটে আনবে না, আর তুমি ঋণ নিয়ে নেবে?’’ তারপরেই মুখ্য সচিবকে মুখ্যমন্ত্রীর নির্দেশ” আমার কাছে যেন সব আসে।’’
আরও পড়ুন: বাংলার সেরা এখন দেশের শীর্ষে! বর্ধমানের দেবদত্তাকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
advertisement
মন্ত্রিসভার বৈঠকে পরিবহণ মন্ত্রীকে খানিক ভর্ৎসনার সুরেই মুখ্যমন্ত্রী বলেন, ‘‘লিখিত ফাইল কোথায়? তুমি কি ফাইল পড়তে পারো না? সচিব বলল আর তুমি সই করে দিলে?’’ পরিবহণ দফতরের পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায়কে মুখ্যমন্ত্রীর বার্তা, ‘‘যে যে জায়গায় জলের পাইপ আছে সেখানে সেখানে যেন জল যায়।’’