ডিভিশন বেঞ্চের আরও নির্দেশ, যে সব বিপজ্জনক হোর্ডিং রয়েছে সেই সব বেআইনি হিসাবে চিহ্নিত হোর্ডিংকে ভাঙতে পারবে পুর কর্তৃপক্ষ। এই মামলার পরবর্তী শুনানি নভেম্বরে। বুধবার বিজ্ঞাপন সংস্থাদের আইনজীবী অভিযোগ করেন, বেআইনি হোর্ডিং চিহ্নিত না করেই খুলে ফেলার পদক্ষেপ করেছে পুরসভা। উপযুক্ত অনুমতি ও কর দিয়ে লাগানো ওই সংস্থার হোর্ডিং খুলে দেওয়া হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত বিধাননগর পুরসভার এই পদক্ষেপের উপর স্থগিতাদেশ দিক আদালত।বিধাননগর পুরসভার আইনজীবী জানান, আপাতত হোর্ডিং খোলার বিষয় কোনও পদক্ষেপ করবে না পুরসভা। মামলাকারীদের আইনজীবী বিধাননগর পুর এলাকাকে বেআইনি হোর্ডিং থেকে মুক্ত করার আর্জি জানান।
advertisement
উল্লেখ্য, বিধাননগরের বেআইনি হোর্ডিং নিয়ে ফের মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। এর আগে সেই মামলার শুনানিতে, মামলাকারীরা অভিযোগ করেন, বিধাননগর পুর এলাকা বেআইনি হোর্ডিংয়ে ছেয়ে যাচ্ছে। আদালতের আগের নির্দেশ না মেনে নতুন করে হোর্ডিংয়ের বরাত দেওয়া হচ্ছে এবং তাতে বেআইনি হোর্ডিং সংস্থাগুলিও বরাত পাওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। আদালতের নির্দেশ পালনে কী পদক্ষেপ করা হয়েছে সে ব্যাপারে পুরসভার থেকে রিপোর্ট তলব করে কোর্ট।