কলকাতা: বউবাজার বোমা বিস্ফোরণ মামলায় হাইকোর্টে জয় রাজ্যের। এই মামলায় অন্যতম দোষী সাব্যস্ত মহম্মদ খালিদকে ফের জেলে পাঠাল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।
কলকাতার বউবাজারে বোমা বিস্ফোরণের ঘটনায় দোষী সাব্যস্ত মহম্মদ খালিদের মুক্তির নির্দেশ খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। কলকাতা পুলিশের পক্ষেই রায় দিল আদালত।
advertisement
প্রসঙ্গত, ৩২ বছর ধরে জেলে রয়েছেন ওই অভিযুক্ত। তাঁর মুক্তি আবার বিপদের কারণ হতে পারে বলে যুক্তি ছিল কলকাতা পুলিশের। সোমবার বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ জানায়, এই মামলায় কলকাতা পুলিশ জানিয়েছে, ওই দোষীর মুক্তি বিপজ্জনক হবে।
২০২৩ সালে ‘সেন্টেন্স রিভিউ বোর্ড’ সব দিক বিবেচনা করে ওই আসামির মুক্তির নির্দেশ বাতিল করেছিল। আদালতও মনে করছে সেই সিদ্ধান্ত যুক্তিসঙ্গত। তবে, কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মহম্মদ খালিদের মুক্তির নির্দেশ দিয়েছিল। কিন্তু তা বাতিল করে দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।