West Bengal Weather Update: শীতের আমেজ ! কলকাতায় রাতের তাপমাত্রা নামবে, দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
আলিপুর হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ থাকবে।
advertisement
1/7

আলিপুর হাওয়া অফিস বলছে, আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। শীতের আমেজ থাকবে। কলকাতায় আগামী দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। আকাশ থাকবে মূলত পরিষ্কার। উত্তরবঙ্গের কোনও জেলাতেও ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী পাঁচ দিন রাজ্যে তাপমাত্রার হেরফের হওয়ার তেমন সম্ভাবনা নেই।
advertisement
2/7
ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ। শীতল পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রির নিচেই আগামী পাঁচ দিন। পশ্চিমের জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে। বাংলা জুড়েই পশ্চিমী হাওয়ার দাপট। শীতের আমেজ চলবে শনিবার পর্যন্ত।
advertisement
3/7
রাজধানী দিল্লিতেও স্বাভাবিকের নীচে তাপমাত্রা। রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দক্ষিণ বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ।
advertisement
4/7
উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে সকালের দিকে হালকা কুয়াশা। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা। রৌদ্রজ্জ্বল পরিবেশ। আপাতত শুষ্ক আবহাওয়া। আপাতত পাঁচ দিন সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন নেই। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
advertisement
5/7
দক্ষিণবঙ্গ শীতের আমেজ বাড়ল। খুব সকালে ও রাতে শীতের আমেজ বেশি। বেলা বাড়লে আমেজ উধাও। খুব সকালে হালকা কুয়াশা। উপকূল ও সংলগ্ন জেলা গুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। আপাতত চার-পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। সর্বনিম্ন তাপমাত্রা একই রকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ রাতে ও সকালে থাকবে।
advertisement
6/7
কলকাতায় রাতের তাপমাত্রার পর কলকাতার দিনের তাপমাত্রাও নামল। কলকাতার তাপমাত্রা আপাতত ২০ ডিগ্রির নীচেই থাকবে। আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই। বুধবারের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে নামতে পারে। রাতে ও ভোরে শীতের আমেজ বাড়ল। আগামী কয়েক দিন এই শীতের আমেজ থাকবে। খুব সকালে হালকা কুয়াশা। পরে পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।
advertisement
7/7
কলকাতায় আজ, সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৮ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।