নিউ টাউনে স্বর্ণব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন৷ এই ঘটনায় ধৃত দু জন পুলিশি জেরায় স্বীকার করেছে, নিউ টাউনের ফ্ল্যাটে ছ জন মিলে স্বর্ণব্যবসায়ী প্রশান্ত কামিল্যাকে মারধর করে৷ তার মধ্যে ছিলেন রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনও৷ এর পাশাপাশি নন্দীগ্রাম দিবসে শহিদদের স্মরণ করে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে বিধানসভা নির্বাচনে ভাল ফল করতে ভিন রাজ্যের ১২ জন সংগঠকের উপরেই ভরসা করছে বঙ্গ বিজেপি৷ বিভিন্ন জেলায় জেলায় গিয়ে সংগঠনের হাল সামলাবেন ভিন রাজ্য থেকে আসা সাধারণ সম্পাদক পদের এই নেতারা৷ এর পাশাপাশি এসএসসি-র নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি ঘটবে কি না, তা জানা যাবে আজই৷ আজ সিবিআই-এর বিশেষ আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি রয়েছে৷ আজ জামিন পেলে পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটবে৷
