হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে বুদ্ধদেব ভট্টাচার্যর ‘ফিজিয়োথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন’ চলবে। এটা শুধু প্রাক্তন মুখ্যমন্ত্রীর শ্বাস-প্রশ্বাসের কার্যকারিতাই বৃদ্ধি করবে না, পাশাপাশি চলনশক্তি ফিরে পাওয়ার ক্ষেত্রেও সহায়তা করবে। চিকিৎসক মহল সূত্রে খবর, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরেও পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গিয়ে ফিজিয়োথেরাপি করানো হবে।
আরও পড়ুন: সকাল-সন্ধে টোটো চালিয়ে রোজগার স্কুলছাত্রীর, জীবনের এমন কষ্ট শুনলে চোখ ভিজে যাবে!
advertisement
শনিবার রাত থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে বর্তমানে। নেতার এখনকার শারীরিক পরিস্থিতি নিয়ে খবর দিলেন বিমান বসু। তিনি বলেছেন, ‘আগের থেকে ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সূর্যকান্ত মিশ্রের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
আরও পড়ুন: ‘আগের থেকে ভাল আছেন’, সূর্যকান্তর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন বুদ্ধদেব ভট্টাচার্য
আগের থেকে অনেকটাই ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। মঙ্গলবার বুদ্ধদেব ভট্টাচার্যকে রক্ত দেওয়ার কথা ছিল। কিন্তু রক্ত আসার পর সেটি তাঁর বডি টেম্পারেচারে আনতে অনেকটা সময় চলে যায়। সন্ধে হয়ে যায়। তারপর বেশ কিছু টেস্ট করানোর কারণে গতকাল রক্ত দেওয়া হয়নি।
অভিজিৎ চন্দ