Buddhadeb Bhattacharjee Health: 'আগের থেকে ভাল আছেন', সূর্যকান্তর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন বুদ্ধদেব ভট্টাচার্য
- Written by:AVIJIT CHANDA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Buddhadeb Bhattacharjee: আপাতত বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।
কলকাতা: শনিবার রাত থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শারীরিক পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে বর্তমানে। নেতার এখনকার শারীরিক পরিস্থিতি নিয়ে খবর দিলেন বিমান বসু। তিনি বলেছেন, ‘আগের থেকে ভাল আছেন বুদ্ধদেব ভট্টাচার্য। সূর্যকান্ত মিশ্রের সঙ্গে অনেকক্ষণ কথা বলেন বুদ্ধদেব ভট্টাচার্য।
আগের থেকে অনেকটাই ভাল আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আপাতত বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। মঙ্গলবার বুদ্ধদেব ভট্টাচার্যকে রক্ত দেওয়ার কথা ছিল। কিন্তু রক্ত আসার পর সেটি তাঁর বডি টেম্পারেচারে আনতে অনেকটা সময় চলে যায়। সন্ধে হয়ে যায়। তারপর বেশ কিছু টেস্ট করানোর কারণে গতকাল রক্ত দেওয়া হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে মিলেছে ‘ক্লেবশিয়েলা’ ব্যাকটেরিয়া, কী এটি? হাসপাতালের বড় আপডেট
তাই বুধবার তাঁকে রক্ত দেওয়ার কথা রয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, বাইপ্যাপ সাপোর্ট রাখতে চাইছেন না বুদ্ধবাবু। খুলে দিচ্ছেন বারবার। চিকিৎসকদের সঙ্গে কথাও বলেছেন ইশারায়। বুদ্ধদেব ভট্টাচার্য একাধিক সমস্যা নিয়ে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন৷
আরও পড়ুন: প্রাইভেট টিউশন করছেন স্কুল শিক্ষকরা? নামের তালিকা তৈরি! বড়সড় তদন্তে নামছে রাজ্য
বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন বলে খবর৷ ক্রমে তিনি আচ্ছন্ন হয়ে পড়ায় গত শনিবার তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়৷ হার্টের অবস্থা ভাল হলেও, চিন্তায় রাখছিল ফুসফুসের সংক্রমণ। তবে চিকিৎসায় ইতিবাচক সাড়া পেয়ে সংক্রমণের চিকিৎসাও সঠিক ভাবেই করেছেন চিকিৎসকরা। আপাতত কড়া নজরদারিতেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।
advertisement
অভিজিৎ চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 02, 2023 3:02 PM IST








