School Teachers: প্রাইভেট টিউশন করছেন স্কুল শিক্ষকরা? নামের তালিকা তৈরি! বড়সড় তদন্তে নামছে রাজ্য

Last Updated:

School Teachers: এবার কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার পথে রাজ্য।

স্কুল শিক্ষকদের বিরুদ্ধে তদন্তে রাজ্য
স্কুল শিক্ষকদের বিরুদ্ধে তদন্তে রাজ্য
কলকাতা: কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে এবার তদন্তে খোদ রাজ্য সরকার। নিয়োগ দুর্নীতি তদন্তের মাঝেই এবার রাজ্য সরকারও তদন্ত শুরু করল কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলায় কর্মরত শিক্ষকদের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু কেন?
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, আইন অনুযায়ী কর্মরত শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বন্ধ। কিন্তু তারপরেও একাধিক জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা প্রাইভেট টিউশন করছেন। একটি নির্দিষ্ট সংস্থার তরফে অভিযোগ রাজ্য স্কুল শিক্ষা দফতরে আসার পরই প্রাথমিক ভাবে তদন্ত করেছে রাজ্য স্কুল শিক্ষা দফতর। আর সেক্ষেত্রেই একাধিক শিক্ষক- শিক্ষিকার নাম উঠে এসেছে যাঁরা প্রাইভেট টিউশন করছেন।
advertisement
advertisement
মধ্যশিক্ষা পর্ষদের তরফে পদক্ষেপ নেওয়ার কথা বলার পর তদন্ত কমিটি গঠন করতে শুরু করা হয়েছে বলে সূত্রের খবর। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলাতেই একাধিক শিক্ষক-শিক্ষিকার নাম পাওয়া গিয়েছে যাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করার নির্দেশ সংশ্লিষ্ট জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শক দিয়েছেন। স্কুলের নাম ও শিক্ষক-শিক্ষিকার নাম উল্লেখ করে সংশ্লিষ্ট জেলার স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের তদন্ত করার নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা।
advertisement
আরও পড়ুন: টয়লেটে এক চামচ নুন ফেলে দিলে কী হয় জানেন? এই চূড়ান্ত রহস্য জানলে মাথা ঘুরে যাবে!
তদন্ত করে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ ইতিমধ্যেই দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। সেই অনুযায়ী, প্রাইভেট টিউশন নিয়ে যে সমস্ত শিক্ষক-শিক্ষিকার নাম উঠে এসেছে তাঁদের তদন্তকারী সদস্যদের মুখোমুখি হতে হবে বলেই জানা গিয়েছে।
তারপরে সেই রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদকে পাঠাতে হবে। গোটা প্রক্রিয়াটি দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে  রাজ্যের তরফে বলেই সূত্রের খবর। এর আগে মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের কোন কোন কর্মরত শিক্ষক প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল। কিন্তু তারপরেও কোনও ইতিবাচক উত্তর না আসায় জুলাই মাসে শেষদিকে মধ্যশিক্ষা পর্ষদ করা চিঠি পাঠায় বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের বলেই জানা গিয়েছে। তার পরিপ্রেক্ষিতেই বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকরা স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের নিয়েই তদন্ত শুরু করল।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
School Teachers: প্রাইভেট টিউশন করছেন স্কুল শিক্ষকরা? নামের তালিকা তৈরি! বড়সড় তদন্তে নামছে রাজ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement