SLST Candidates Protest: 'অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ চাকরিপ্রার্থীদের সঙ্গে এই কাজ করছে', মারাত্মক অভিযোগ বিজেপির
- Published by:Raima Chakraborty
- Written by:Sourav Tewari
Last Updated:
SLST Candidates Protest: ধ্বস্তাধস্তি শুরু হয় পুলিশ এবং বঞ্চিত চাকরিপ্রার্থীদের মধ্যে। টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের আটক করে কলকাতা পুলিশ।
কলকাতা: এমএলএ হস্টেলের সামনে এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। ৮৭১ দিন ধরে গান্ধিমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ করছেন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। বুধবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এমএলএ হস্টেলের সামনে।
সকাল ১০টা নাগাদ বিক্ষোভ দেখতে কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে বসে পড়েন বঞ্চিত চাকরিপ্রার্থীরা। চলছে বিধানসভা অধিবেশন এবং এই বিক্ষোভের কারণে আটকে পড়েন বিরোধী বিধায়করা। ধ্বস্তাধস্তি শুরু হয় পুলিশ এবং বঞ্চিত চাকরিপ্রার্থীদের মধ্যে। টেনে হিঁচড়ে চাকরিপ্রার্থীদের আটক করে কলকাতা পুলিশ। সাংবাদিকদেরও কাজ করতে বাধা দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন: ছায়া দেখলে ভয় পান? মনে হয় মরে যাবেন? অনেকেই এই মারাত্মক রোগে ভুগছেন! জানুন
সাংবাদিকরা যেন ঠিক করে ছবি তুলতে না পারে সেই কারণেই পুলিশের তরফে হিউম্যান চেন বানানো হয় এবং সেই চেনের ভিতরে ধাপে ধাপে আটক করে নিয়ে যাওয়া হয় চাকরিপ্রার্থীদের। প্রিজন ভ্যান থেকে শুরু করে বাস সব মজুত করা ছিল।
advertisement
আরও পড়ুন: টয়লেটে এক চামচ নুন ফেলে দিলে কী হয় জানেন? এই চূড়ান্ত রহস্য জানলে মাথা ঘুরে যাবে!
বাসে তোলার সময় মেরে ফেলার কথা বলেন এক মহিলা চাকরিপ্রার্থী। বিরোধী বিধায়করা পাশে থাকার বার্তা দেন তাঁদের। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই পুলিশ এরকম কাজ করছে। নক্কারজনক ঘটনা এটা’।
advertisement
সৌরভ তিওয়ারি
Location :
Kolkata,West Bengal
First Published :
August 02, 2023 1:41 PM IST