হিন্দিতে ট্যুইট করে অর্জুন সিং লিখেছেন, ''শুনছি আজ সমুদ্র নিজেকে নিয়ে গর্বিত। সেখানে নৌকা নিয়ে যাই চলো যেখানে তুফান এসেছে।'' রাজনৈতিক মহল বলছে, এই একটি ট্যুইটেই অর্জুন সিং বুঝিয়ে দিয়েছেন, দলবদল আসন্ন। এমনকী কানাঘুঁষো শুরু হয়ে গিয়েছে, রবিবারই ফের পুরনো দলের পতাকা হাতে তুলে নিতে পারেন বিজেপি সাংসদ। এমনকী উত্তর ২৪ পরগনা জুড়ে আলোচনা, অর্জুন সিংয়ের দলবদল কি এখন সময়ের অপেক্ষা? ঠিক কবে তিনি তৃণমূল যাচ্ছেন, তা এ নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতেই উঠে আসছে রবিবারের সম্ভাবনা।
advertisement
আরও পড়ুন: রবিবারও প্রবল দুর্যোগ কলকাতা সহ একাধিক জেলায়? সতর্ক করল হাওয়া অফিস
বিজেপি সাংসদ ইতিমধ্যেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজনীতির কোনও ফাইনাল হয় না। রাজনীতির কোনও শুরু হয় না। রাজনীতি চলতেই থাকে। সেই চলমান প্রবাহে অর্জুন সিং যে এবার পুরনো দলের সওয়ারি হবেন, তা নিয়ে নিশ্চিত অনেকেই। তৃণমূলে ফেরা নিয়ে যে জল্পনা তাঁকে ঘিরে চলছে, তা সম্পূর্ণ উড়িয়ে দেননি অর্জুন নিজেও। জোর গলায় বলেছেন, 'যদি সত্যিই দল বদল করি, তাহলে তো সকলে জানতেই পারবেন!'
অনেকেই বলছেন, হয়ত রবিবারেই ঘরের ছেলে ঘরে ফিরবেন! গত কয়েক দিন ধরেই ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের ফের তৃণমূলে যোগ দেওয়ার জল্পনা তুঙ্গে। শনিবার থেকে সেই জল্পনা সত্যি বলেই মানতে শুরু করেছে রাজনৈতিক মহল।