তবে বৃষ্টি বাড়লেও আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু বজায় থাকবে। গতকালের থেকে আজ বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা যাচ্ছে। তবে রবিবার কলকাতা বেশ বৃষ্টি হতে চলেছে বলেই জানিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আলিপুরদুয়ার, কোচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া দফতর।
যত বেলা বাড়বে, ততই দুর্যোগ বাড়বে বলে মনে করা হচ্ছে। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। রবিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি কম এবং গতকাল শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি সেলসিয়াস।