এ বার সেই সমস্ত নেতাদের জিজ্ঞাসাবাদ শুরু করল সিবিআই। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় দক্ষিণ ২৪ পরগনার এক নেতাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সূত্রের দাবি, মঙ্গলবার প্রায় দু'ঘণ্টার বেশি সময় ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, ওই নেতার পরিবারের একাধিক সদস্যর চাকরি পাইয়ে দেওয়া হয়েছে। চাকরি পাওয়ার ক্ষেত্রে ওই নেতার সুপারিশ পৌঁছে গিয়েছিল নিয়োগ কর্তাদের কাছে। শুধু তাই নয় ওই নেতা তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরর অত্যন্ত ঘনিষ্ঠ ও আস্থাভাজনশীল ছিলেন বলে দাবি করেছে সিবিআই। সেই সুযোগকে কাজে লাগিয়ে পার্থর কাছে সুপারিশ পাঠিয়েছিলেন ওই নেতা।
advertisement
আরও পড়ুন - রাজভবনে পালিত হবে ‘বাংলার নববর্ষ’, সেদিন থেকেই সাধারণের জন্য উন্মুক্ত হবে রাজভবন
আরও পড়ুন - শুষ্ক গরম, কলকাতায় লাফিয়ে বাড়বে তাপমাত্রা, শহর পুড়ছে ৩৮ ডিগ্রিতে, বাঁকুড়ায় প্রায় ৪০
যা পরে পৌঁছে গিয়েছিল নিয়োগ কর্তাদের কাছে। এখানেই শেষ নয়, সিবিআইয়ের আরও অভিযোগ ওই নেতা নিজের ব্লকে ও গ্রামে টাকার বিনিময়ে চাকরি বিক্রি করেছেন। এমন তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা। ওই গ্রাম থেকে একাধিক ব্যক্তির এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে বলে এমন বেশ কয়েকজন চাকরি প্রার্থীদের চিহ্নিত করে বয়ান রেকর্ড করা হয়েছে বলে দাবি সিবিআইয়ের।
সূত্রের খবর, একাধিক নথি নিয়ে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল। মঙ্গলবার তিনজন আইনজীবীকে সঙ্গে নিয়ে সিবিআই দফতরে হাজিরা দেন ওই নেতা। যদিও এদিন জিজ্ঞাসাবাদ পর্বে সন্তুষ্ট নন তদন্তকারী সংস্থা। আরও বেশ কিছু নথি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য দেখার প্রয়োজন আছে বলে দাবি সিবিআইয়ের। তাই আগামী সপ্তাহে ফের তাকে তলব করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। প্রসঙ্গত মাস খানেক আগে ওই নেতার বাড়িতে অভিযানে গিয়েছিল সিবিআই। ওই নেতা ও তার পরিবারের সদস্যদের ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। বাজেয়াপ্ত করা হয়েছিল নথি। শুধু সিবিআই নয়, ইডির তরফেও অভিযান চলে ওই নেতার বাড়িতে।