গত বুধবার ১৪টি পুরসভায় একযোগে অভিযান চালায় সিবিআই। অভিযান চলে অয়ন শীলের বাড়ি ও কোম্পানিতে। সেখান থেকেও একাধিক নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর। সূত্রের খবর, ইউনিয়নের তৈরি তালিকা পৌঁচেছে অয়ন শীলের সংস্থা এবিএস ইনফো জোনের কাছে। সেই তালিকা থেকে প্রার্থী বাছাই করেছে অয়নের সংস্থা। শুধু তাই নয়, ইউনিয়নের সদস্যদের আত্মীয় ও ঘনিষ্ঠদের চাকরির জন্য করা হয়েছিল সুপারিশ বলেও তথ্য উঠে এসেছে।
advertisement
চাকরি পাইয়ে দিতে লক্ষ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে দাবি সিবিআইয়ের। উল্লেখ্য প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে হুগলির বাসিন্দা প্রোমোটার অয়ন শীলের বাড়ি ও অফিসে অভিযান চালিয়ে সামনে আসে পুরসভা নিয়োগ দুর্নীতি। অয়ন শীলের সংস্থা এবিএস ইনফো জোন প্রাইভেট লিমিটেড থার্ড পার্টি হিসেবে বিগত কয়েক বছর একাধিক পুরসভার বিভিন্ন পদে নিয়োগের কাজ করেছে। আর তাতেই টাকার বিনিময়ে চাকরি বিক্রি হয়েছে বলে অভিযোগ। কলকাতা হাইকোর্টের নির্দেশে তদন্তে নেমেছে সিবিআই ও ইডি, দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
Panchayat Election 2023 Date: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন, নির্ঘণ্ট প্রকাশ কমিশনের
বুধবার অভিযানে একাধিক পুরসভা থেকে নথি বাজেয়াপ্ত করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে একাধিক পুরসভার চেয়ারম্যান, সংশ্লিষ্ট পুরসভার নিয়োগের দায়িত্বে থাকা আধিকারিকদেরও। বাজেয়াপ্ত করা হয়েছে হার্ড ডিস্ক। পরবর্তী সময়ে এই হার্ড ডিস্কগুলো ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে বলে সিবিআই সূত্রে খবর। এমনকি এই দুর্নীতির সঙ্গে একাধিক এজেন্ট, মধ্যস্থতাকারীরও যোগ রয়েছে বলে দাবি করছে সিবিআই। অন্যদিকে গত সাত আট বছরে রাজ্যের কোন পুরসভায় কত নিয়োগ হয়েছে? নিয়োগের প্রক্রিয়া কি ছিল? সমস্ত কিছু জানতে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়েছিল ইডি।