বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়কে দেশের উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করল বিজেপি! ভারতের উপরাষ্ট্রপতি পদের জন্য ক্ষমতাসীন এনডিএ-এর প্রার্থী হচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়! শনিবার এই ঘোষণা করেছেন বিজেপি প্রধান জেপি নাড্ডা। তিনি বলেন, “সমস্ত বিবেচনা এবং পরামর্শের পরে, আমরা কিষাণ পুত্র জগদীপ ধনখড়কেই বিজেপি এবং এনডিএ-এর উপরাষ্ট্রপতি প্রার্থী হিসাবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি”। সাংবাদিক সম্মেলনে নাড্ডা জানান, জগদীপ ধনখড় নিজেকে ‘জনগণের রাজ্যপাল’ হিসাবে প্রতিষ্ঠিত করেছেন।
advertisement
আরও পড়ুন: ভাসবে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের ৫ জেলায় প্রবল বৃষ্টি! হাওয়া অফিসের বড় সতর্কতা
প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাই মাসে রাজ্যপালের দায়িত্ব নেওয়ার পর থেকেই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে সংঘাতে জড়িয়ে প্রায়ই শিরোনামে এসেছেন জগদীপ ধনখড়।
আরও পড়ুন: তুষের বস্তা ঢাকা গাড়ি আটক করল পুলিশ, বীরভূমে আসলে যা মিলল ভিতরে, হার মানবে সিনেমাও!
রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকারের বিরুদ্ধে “সাম্প্রদায়িক পৃষ্ঠপোষকতা এবং মাফিয়া সিন্ডিকেটের তোলাবাজি”র অভিযোগ এনেছেন রাজ্যপাল ধনখড়। পালটা এই রাজ্যের শাসক দলের সদস্যরাও রাজ্যপাল ধনখড়কে ‘সাম্প্রদায়িক’ বলে অভিযোগ তুলেছেন। এই প্রেক্ষাপটে গেরুয়া শিবিরের তরফে জগদীপ ধনখড়কে উপরাষ্ট্রপতি পদে নাম ঘোষণা যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
