Birbhum News: তুষের বস্তা ঢাকা গাড়ি আটক করল পুলিশ, বীরভূমে আসলে যা মিলল ভিতরে, হার মানবে সিনেমাও!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Birbhum News: গোপন সূত্রে আগে থেকেই খবর পেয়েই সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স ওঁত পেতে ছিল।
#বীরভূম: আবারও ফিল্মি কায়দায় কয়লা পাচার করতে গিয়ে বীরভূমের সদাইপুর থানা পুলিশের হাতে ধরা পড়ল কয়লাবোঝাই গাড়ি। তুষের বস্তা ঢাকা দেওয়া কয়লা বোঝাই গাড়ি আটক করল বীরভূমের সদাইপুর থানার পুলিশ। গতকাল মাঝরাতে সদাইপুর থানার পানুরিয়া এলাকা থেকে এই কয়লা বোঝায় গাড়িটি আটক করা হয়। গ্রেফতার করা হয়েছে চালক ও খালাসিকে। জানা গিয়েছে, পানুরিয়ার গ্রামের রাস্তা থেকে ১৪ নম্বর জাতীয় সড়ক উঠতেই গাড়িটিকে আটক করে সদাইপুর থানার পুলিশ।
গোপন সূত্রে আগে থেকেই খবর পেয়েই সদাইপুর থানার ওসি মিকাইল মিয়ার নেতৃত্বে পুলিশ ফোর্স ওঁত পেতে ছিল। তুষের বস্তা ঢাকা দেওয়া কয়লা বোঝাই গাড়ি ১৪ নম্বর জাতীয় সড়ক উঠতেই গাড়িটাকে ঘিরে ফেলে পুলিশ। এরপর গ্রেফতার করা হয় চালক ও খালাসিকে আটক করা হয় কয়লা বোঝাই গাড়ি। দুই জন অভিযুক্তকে আজ সিউড়ি আদালতে তোলা হবে।
advertisement
advertisement
এদিকে, বিস্ফোরক পাচারের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতের নাম মুক্তার খান। তাকে সিউড়ি আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেওয়া হয় ।
advertisement
গোপন সুত্রে খবর পেয়ে দূর্গাপুরের নিউটাউনশিপের কাছে থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ। গত ২৯ জুন গভীর রাতে বীরভূমের মহম্মদ বাজার সংলগ্ন ৬০ নং জাতীয় সড়কে ডিটোনেটর বোঝাই গাড়ি আটক করে এসটিএফ। ওই গাড়ি থেকে প্রায় ৮১ হাজার ডিটোনেটর উদ্ধার করা হয়। তাতে একজনকে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করেই মুক্তার খানের নাম জানতে পারে এসটিএফ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 17, 2022 9:27 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: তুষের বস্তা ঢাকা গাড়ি আটক করল পুলিশ, বীরভূমে আসলে যা মিলল ভিতরে, হার মানবে সিনেমাও!