পঞ্চায়েত স্তরে সংগঠন নিয়ে 'চিন্তায়' বিজেপি। বুথ সশক্তিকরণে জোর দেওয়ার নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। বুথ শক্তিশালী না করতে পারলে পঞ্চায়েতে ভাল ফল করা যাবে না। নিজেদের মধ্যে দ্বন্দ্ব মিটিয়ে এক হয়ে কাজ করুন। অন্তর্দ্বন্দ্ব বরদাস্ত নয়। ব্যক্তি নয়, দলই শেষ কথা। এমনটাও সাংগঠনিক নেতৃত্বদের কড়া বার্তা দেন সুনীল বনসল, মঙ্গল পান্ডের মত নেতারা। পঞ্চায়েত ভোটে পঞ্চায়েত স্তরে শাসকদলের দুর্নীতি এবং কেন্দ্রীয় প্রকল্পের ঢালাও প্রচার করুন। বৈঠকে এও উপস্থিত বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতৃত্বকে কড়া নির্দেশ দেন কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসল।
advertisement
বিজেপি সূত্রের খবর, পঞ্চায়েত নির্বাচনে শাসক দল তৃণমূলের 'সন্ত্রাস' মোকাবিলায় বিজেপি এবার জেলায় জেলায় ' অ্যান্টি রিগিং কমিটি' তৈরি করতে চাইছে। বুথ স্তরে শাসক দলের 'সন্ত্রাস'-এর মোকাবিলায় আলাদা সাংগঠনিক বাহিনী তৈরীর উদ্যোগ। পঞ্চায়েত নির্বাচনেও 'ভরসা' দিল্লির নেতারা?
আরও পড়ুন : 'বন্ধুর' চিকিৎসার জন্য রাজ্যের বাইরে..., CBI হাজিরায় অনুব্রত কন্যা সুকন্যা চাইলেন 'সময়'
গত বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এক ঝাঁক কেন্দ্রীয় নেতা-মন্ত্রী প্রচারে এসেছিলেন। নভেম্বর মাস থেকে বিভিন্ন সংগঠনিক জেলায় জেলায় কেন্দ্রীয় নেতা মন্ত্রীদের দিয়ে জনসংযোগের লক্ষ্যে লাগাতার 'প্রবাস' কর্মসূচি পালনের কথা বৈঠকে আলোচনা হয়। ১৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ বুথ কমিটি তৈরীর নির্দেশও দেওয়া হয় বলে বিজেপি সূত্রের খবর। বিজেপির শীর্ষ নেতারা মনে করছেন, গ্রাম যার বাংলা তার। তাই পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে ঘুঁটি সাজাতে চাইছে গেরুয়া শিবির। সেই লক্ষ্যেই একদিকে যেমন বুথ সশক্তিকরণে জোর দেওয়ার পাশাপাশি দলীয় ক্ষোভ বিক্ষোভ মিটিয়ে ফেলার বিষয়েও গুরুত্ব দিতে চাইছেন কেন্দ্রীয় পর্যবেক্ষকরা।
আরও পড়ুন : কলকাতা থেকে ডায়মন্ড হারবার বেড়াতে গিয়ে শিশু নিখোঁজ! ড্রোন দিয়ে হুগলি নদীতে শুরু তল্লাশি
দুদিনের সাংগঠনিক বৈঠকে আলাদা আলাদা করে, বিভিন্ন স্তরের সাংগঠনিক নেতৃত্বের সঙ্গে মুখোমুখি বৈঠক করছেন দলের শীর্ষ নেতারা। একদিকে যেমন শাসকদলের দুর্নীতি স্বজন-পোষণকে হাতিয়ার করে পঞ্চায়েত ভোটের আগে প্রচারে ঝড় তোলার বার্তা দিচ্ছেন ঠিক তেমনি গ্রামে গ্রামে মোদি সরকারের কেন্দ্রীয় প্রকল্পের প্রচার নিয়েও সাধারণ মানুষকে অবগত করার ব্যাপারেও দলের সাংগঠনিক নেতৃত্বদের নির্দেশ দেওয়া হচ্ছে এই বৈঠকে বলে পদ্ম শিবির সূত্রের খবর।
পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বঙ্গ বিজেপির দুদিনের সাংগঠনিক ফুল বেঞ্চের প্রস্তুতি বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে সুনীল বনসল, মঙ্গল পান্ডে, আশা লাকড়া, অমিত মালব্য, সতীশ ধন্দ, দিলীপ ঘোষ ছাড়াও রাজ্য বিজেপির পক্ষে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী, জগন্নাথ চট্টোপাধ্যায়, জ্যোতির্ময় সিং মাহাতো ছাড়াও দলের বিধায়ক, সাংসদ-সহ একাধিক কার্যকর্তা অংশ নেন এই ম্যারাথন বৈঠকে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী