কলকাতা থেকে ডায়মন্ড হারবার বেড়াতে গিয়ে শিশু নিখোঁজ! ড্রোন দিয়ে হুগলি নদীতে শুরু তল্লাশি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
নিখোঁজ পার্কাসার্কাসের তপসীয়ার ওই দুই শিশুকে খুঁজতে স্পিড বোর্ডে করে হুগলি নদীতে তল্লাশি শুরু করেছে প্রশাসন। ২ শিশুর খোঁজে রাতভর হুগলি নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে চলে তল্লাশি।
#ডায়মন্ড হারবার: পার্কসার্কাস থেকে ডায়মন্ড হারবার ঘুরতে এসে ভেসেল থেকে হুগলি নদীতে পড়ে তলিয়ে যায় ২ শিশুকন্যা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডায়মন্ড হারবার জেটিঘাট এলাকায়। তলিয়ে যাওয়া ২ শিশুকন্যার নাম আতিফ ও সিতারা।
জানা যায়, পরিবারের সঙ্গে রবিবারের ছুটিতে ডায়মন্ড হারবার ঘুরতে এসেছিল তারা। পরে ভেসেলে চেপে কুকড়াহাটি ঘুরতে যায় ফেরার পথে ডায়মন্ড হারবার জেটিঘাটের কাছে ভেসেল থেকে নদীতে পড়ে যায় ২ শিশু কন্যা। ঘটনার খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ২ শিশু কন্যার খোঁজে তল্লাশি শুরু করেছে।
advertisement
advertisement
নিখোঁজ পার্কাসার্কাসের তপসীয়ার ওই দুই শিশুকে খুঁজতে স্পিড বোর্ডে করে হুগলি নদীতে তল্লাশি শুরু করেছে প্রশাসন। ২ শিশুর খোঁজে রাতভর হুগলি নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে চলে তল্লাশি। সিভিল ডিফেন্সের কর্মীরা পুলিশ বোট নিয়ে হুগলি নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে ডুবুরি নামিয়ে তল্লাশি করলেও এখনও দুই শিশু কন্যার কোনও হদিস মেলেনি।
advertisement
বেড়াতে গিয়ে তলিয়ে গেল দুই শিশু! হুগলি নদীতে তল্লাশিতে ড্রোন...#ChildDrowned #DiamondHarbour #HooglyRiver pic.twitter.com/lzsA7exLj0
— News18Bangla (@News18Bengali) October 17, 2022
পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় সকাল থেকে আবারও তল্লাশি অভিযান শুরু করা হবে। ড্রোনের মাধ্যমেও নদীতে নজরদারি চালানো হবে। ইতিমধ্যেই হুগলি নদী সংলগ্ন এলাকার থানাগুলোকেও এলার্ট করা হয়েছে বলে জানায় পুলিশ। অন্যদিকে ঘটনার খবর পেয়ে তলিয়ে যাওয়া ২ শিশুকন্যা আতিফা পারভিন ও সিতারা নাজের পরিবারের বাকি সদস্যরা রাতেই ডায়মন্ড হারবারে পৌঁছন। একদিকে রাতের অন্ধকার অন্যদিকে হুগলি নদীর জোয়ার ভাটার স্রোতের কারণে উদ্ধারকাজে দেরি হচ্ছে বলে দাবি প্রশাসনের।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
Location :
First Published :
October 17, 2022 1:12 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কলকাতা থেকে ডায়মন্ড হারবার বেড়াতে গিয়ে শিশু নিখোঁজ! ড্রোন দিয়ে হুগলি নদীতে শুরু তল্লাশি