আরও পড়ুন: বগটুই কাণ্ড; লালন শেখের পোষ্য ছিল ৯ দিন না খেয়ে! সিবিআই তালা ভেঙে ঢুকতেই যা দেখল...
বগটুই কাণ্ডের পর থেকে উধাও ঘটনার অন্যতম অভিযুক্ত লালন শেখ ও তাঁর পরিবার। এর আগেও বেশ কয়েকবার খোঁজ করে লালনের হদিশ পাওয়া যায়নি। কিন্তু বৃহস্পতিবার খোঁজ মেলে লালনের পোষ্যের। আর সেই পোষ্যকে উদ্ধার করলেন সিবিআই আধিকারিকরা। তুলে দিলেন প্রতিবেশী পরিবারের হাতে। বৃহস্পতিবার লালনের তালাবন্ধ বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। জেলা পুলিশের উপস্থিতিতে চলা এই অভিযানে গিয়ে সিবিআই আধিকারিকরা দেখেন, বাড়ি তালাবন্ধ, কিন্তু ভিতর থেকে স্পষ্ট শোনা যাচ্ছে কুকুরের ডাক। এই অবস্থায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার জন্য জেলা পুলিশের উপস্থিতিতেই বাড়ির তালা ভেঙে ভিতরে প্রবেশ করেন সিবিআই আধিকারিকরা। আর প্রবেশ করে যা দেখলেন তাঁরা, তাতে অবাক হওয়ার জোগাড়।
advertisement
আরও পড়ুন: উনি কি ডাক্তার নাকি বিধায়ক? শাসক নেতায় মন মজেছে মুরারইয়ের!
দেখলেন লালনের তালা বন্ধ বাড়ির ভিতরে রয়ে গিয়েছে তাঁদের পোষ্য কুকুরটি। তাঁরা দেখেন, গুটি মেরে শুয়ে আছে একটি জার্মান শেপার্ড। কয়েকদিনের অনাহারে দুর্বল হয়ে পড়েছে। বছর দেড়েক বয়সের এই কুকুরটি শেষ ৯ দিন ধরে বন্দি রয়েছে ওই বাড়িতেই। সিবিআই আধিকারিকরা সেই পোষ্যটিকে উদ্ধার করে বাইরে নিয়ে আসেন। তাঁরা জানান, এই পোষ্যটির খাওয়া মোটেই জোটেনি। এত দিন ঘরের মধ্যেই থাকতে হয়েছে তাকে। উদ্ধার করে বাইরে নিয়ে এসে প্রতিবেশীদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। ঠিক করেন, প্রতিবেশী বাবর আলির বাড়িতেই থাকবে এই কুকুরটি।
Supratim Sarkar