TRENDING:

জ্যোতিষীদের লকডাউন, নিজেদের ভাগ্য নিজেরাই জানতে চান তাঁরা

Last Updated:

সকাল থেকে বিকাল তাদের জন্য অনেকে অপেক্ষা করলেও করোনা সংক্রমণের ভয়ে দেখা যাচ্ছে না আগের মতো ভিড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: চিকিৎসকদের কথা মতো সব সময় হাত ধুতে হবে, স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করতে হবে। এবার সেই হাত নিয়ে সমস্যায় জ্যোতিষীরা। হাতের রেখার বদল না ঘটলেও বদল ঘটাতে হয়েছে অভ্যাসে। যে জ্যোতিষী আগে নিজের চেম্বারে ঘণ্টার পর ঘণ্টা বসে হাতের রেখায় ভবিষ্যৎ দেখতো সে এখন বসে থাকে ল্যাপটপের সামনে। অন-লাইনে পড়াশোনার মত জ্যোতিষীর কনফারেন্সেও জমছে ভিড়। যাদের হাত দেখে লোকের ভাগ্য বলত অনায়াসে, এখন তাদের কর্মসঙ্কটে ভাগ্য বদলের আশায়।
advertisement

আগে সকাল থেকে বিকাল লম্বা লাইন আর হাত দেখে ভাগ্য বিচার চলত যখন-তখন। এখন নিদিষ্ট সময় মেনে অন-লাইনে চলছে জ্যোতিষীদের ভাগ্য বিচার৷ যদি কেউ চলে আসেন চেম্বারে তাহলে তো কথা নেই। বারবার স্যানিটাইজিং আর সামাজিক দুরত্ব মেনে চলতে হচ্ছে সব সময়। করোনা পরিস্থিতিতে অনেকটাই কষ্টের মধ্যে রয়েছেন নামজাদা জ্যোতিষীরা। তাদের মধ্যে অনেকেই নতুন নতুন উপায় তৈরি করলেও দুধের স্বাদ মিটছে না ঘোলে।

advertisement

তপন শাস্ত্রীর অবস্থা একইরকম। সকাল থেকে বিকাল তাদের জন্য অনেকে অপেক্ষা করলেও করোনা সংক্রমণের ভয়ে দেখা যাচ্ছে না আগের মতো ভিড়। তপন শাস্ত্রীর কথায় আগের মত আর লোকের আনাগোনা নেই, লোকের সমাগমে চেম্বারে লোকের জায়গা হত না। এখন করোনার ভয়ে তাও নেই, অন-লাইনে অনেকেই আসছেন। শহরের নামী-দামী জ্যোতিষী থেকে নতুন জ্যোতিষীদের একটাই আবেদন নিজের ভাগ্যের বদল হবে কবে? এই প্রশ্ন অনেকের হলেও উত্তর কারোর জানা নেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গাছের গায়ে পেরেক পুঁতে ঝুলছে ব্যানার, বিজ্ঞাপন! ঝুঁকির মুখে অদূর ভবিষ্যৎ, কবে ফিরবে হুঁশ
আরও দেখুন

Susovan Bhattacharjee

বাংলা খবর/ খবর/কলকাতা/
জ্যোতিষীদের লকডাউন, নিজেদের ভাগ্য নিজেরাই জানতে চান তাঁরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল