নয়াদিল্লি: এসআইআর আবহে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে মহা বিতর্ক চলছেই। এই পরিস্থিতিতে সংসদে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত কোন সীমান্তে, কত জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে তার হিসাব সামনে আনল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ভারত-চিন সীমান্তে অনুপ্রবেশের কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি করা হয়েছে।
advertisement
বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে কোটি কোটি অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে বলে অভিযোগ বঙ্গ বিজেপির। এই নিয়ে বাংলার রাজনীতিতে তাল ঠোকাঠুকি চলছেই। মঙ্গলবার লোকসভায় পেশ করা সরকারি তথ্য অনুযায়ী, পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, নেপাল ও ভুটান সংলগ্ন ভারতীয় সীমান্তে মোট ২৩,৯২৬ জন অনুপ্রবেশকারীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। তবে ভারত-বাংলাদেশ সীমান্তেই গ্রেফতারির সংখ্যা সর্বাধিক।
Bangladesh Violence (উত্তাল বাংলাদেশ) LIVE Updates in Bangla
তৃণমূল সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া এবং শর্মিলা সরকারের প্রশ্নের লিখিত উত্তরে গত ১০ বছরের পরিসংখ্যান দিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত হিসাবও দেওয়া হয়েছে আলাদা ভাবে। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত বাংলাদেশ, মায়ানমার, পাকিস্তান এবং নেপাল–ভুটান সীমান্তে মোট ২০,৮০৬ জন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি, ২০২৫ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত আটক করা হয়েছে আরও ৩,১২০ জন অনুপ্রবেশকারীকে।
লোকসভায় দেওয়া তথ্য অনুযায়ী, অনুপ্রবেশ সন্দেহে সবচেয়ে বেশি আটক হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তে। তার পরেই রয়েছে মায়নমার সীমান্ত। এ ছাড়াও পাকিস্তান, নেপাল এবং ভুটান সীমান্ত দিয়েও অনুপ্রবেশের সংখ্যা নেহাত কম নয়।
