TRENDING:

Arpita Mukherjee: অভিনয় করেছেন ছবিতে, হঠাৎ শিরোনামে উঠে আসা অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে চর্চা তুঙ্গে

Last Updated:

Arpita Mukherjee: ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অর্পিতাকে৷ হঠাৎ করে শিরোনামে উঠে আসা এই অর্পিতা মুখোপাধ্যায় কে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা : ইডি-র দাবি, দক্ষিণ কলকাতায় এক অভিজাত আবাসনে  অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে৷ কেন্দ্রীয় তদন্ত সংস্থা উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকার ছবি প্রকাশও করেছে৷ ইডি সূত্রে খবর, দু’টি বস্তায় ২০০০ ও ৫০০ টাকার নোটের বান্ডিলে রাখা ছিল এই টাকা৷ তদন্তকারীদের অনুমান, এই টাকা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত৷ এই মর্মে টাকার ছবি ও এই ধারণা ট্যুইট করা হয় ইডি-র ট্যুইটার হ্যান্ডল থেকে৷
ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অর্পিতাকে
ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অর্পিতাকে
advertisement

ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে অর্পিতাকে৷ হঠাৎ করে শিরোনামে উঠে আসা এই অর্পিতা মুখোপাধ্যায় কে? জানা গিয়েছে, তিনি একজন অভিনেত্রীও৷ বাংলা, ওড়িয়া এবং তামিল ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করেছেন৷ তাঁর ফেসবুক বায়ো বলছে, ‘‘একজন বহুমুখী প্রতিভার অধিকারী, যিনি টলিউডের একাধিক ছবিতে অভিনয় করেছেন৷’’ অভিনয়ের পাশাপাশি তিনি মডেলিং ও প্রযোজনার সঙ্গেও যুক্ত৷ কলকাতায় একাধিক ফ্ল্যাট আছে তাঁর ৷

advertisement

আরও পড়ুন :  ঘুরতে-ঘুরতে গাড়ি পৌঁছল জোকায়, কাচের ওপারে পার্থ চট্টোপাধ্যায়! ধেয়ে এল প্রশ্ন

আরও পড়ুন :  পরপর ধরপাকড় ইডির, এ বার পার্থর আপ্তসহায়ক সুকান্ত আচার্য আটক

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রসঙ্গত ফ্ল্যাটে তাঁর শোওয়ার ঘরের আলমারি থেকেই বস্তাবন্দি টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি ই-ডি-র ৷ তাঁর বাড়িতে অভিযানে র সময় টাকা গোনার যন্ত্র নিয়ে যাওয়া হয়েছিল৷ ব্যাঙ্ক আধিকারিকদের ডেকে টাকা গোনা হয়েছে বলে ইডি সূত্রে খবর৷ বিপুল টাকার পাশাপাশি অর্পিতার ফ্ল্যাট থেকে ২০ টি মোবাইল, ৫০ লক্ষ টাকার সোনা ও বিদেশি মুদ্রা পাওয়া গিয়েছে৷ ইডি সূত্রে খবর শনিবার সকালে অর্পিতাকে গ্রেফতার করা হয়েছে৷ উদ্ধার হওয়া টাকা ও অন্যান্য জিনিস কোন সূত্রে তাঁর ফ্ল্যাটে এসেছে তার কোনও সুত্তর তিনি দিতে পারেননি বলে দবি ইডি-র৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Arpita Mukherjee: অভিনয় করেছেন ছবিতে, হঠাৎ শিরোনামে উঠে আসা অর্পিতা মুখোপাধ্যায়কে নিয়ে চর্চা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল