TRENDING:

Rajyasabha Election: পঞ্চায়েতের পরেই রাজ্যে আরও এক ভোটপর্ব, রাজসভায় সাত আসনে নির্বাচন ২৪ জুলাই

Last Updated:

Rajyasabha Election: ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী এবং সুস্মিতা দেবের  মেয়াদ শেষ হচ্ছে। অন্য দিকে, ২০১৭ সালে জয়ী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হচ্ছে এই দফায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: পঞ্চায়েতের ভোটের প্রচার পর্বের মধ্যেই ফের ভোটের দামামা  রাজ্যে। মঙ্গলবার পশ্চিমবঙ্গে সাতটি রাজ্যসভা আসনে ভোট ঘোষণা করল নির্বাচন কমিশন। ভোট হবে আগামী ২৪ জুলাই। ভোট গণনা হবে ওই দিন সন্ধেতেই।  বাংলার পাশাপাশি ২৪ জুলাই গুজরাতের তিন এবং গোয়ার একটি রাজ্যসভা আসনেও ভোটগ্রহণ এবং গণনা হবে। মঙ্গলবার দু’টি পৃথক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন।
Rajya Sabha
Rajya Sabha
advertisement

কমিশনের তরফে জানানো হয়েছে, ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী এবং সুস্মিতা দেবের  মেয়াদ শেষ হচ্ছে। অন্য দিকে, ২০১৭ সালে জয়ী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হচ্ছে এই দফায়।অন্য দিকে, তৃণমূলের টিকিটে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ায় সপ্তম আসনটিতে উপনির্বাচন হচ্ছে।

আরও পড়ুন: স্ত্রীর মৃত্যু, অন্তেষ্টিতে যোগ দিতে হাইকোর্টের দ্বারস্থ কালীঘাটের কাকু! মিলল না স্বস্তি

advertisement

আরও পড়ুন: তুমুল দুর্যোগে মমতার চপার! আচমকা কপ্টারের জরুরি অবতরণে চোট মুখ্যমন্ত্রীর! এখন কেমন আছেন?

প্রসঙ্গত, ২০১৭ সালের নির্বাচনে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী এবং মানস ভুইয়াঁ ওই পাঁচ আসনে জিতেছিলেন। পরে মানস ইস্তফা দেন। সেই আসনে জেতেন তৃণমূলের সুস্মিতা দেব৷ ছ’টি আসনের মধ্যে একটি জয়ের জন্য সরাসরি ৪২ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। ফলে পরিষদীয় পাটিগণিতের নিয়মে তৃণমূল পাঁচটি এবং বিজেপি একটিতে জিততে পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

সূত্রের খবর, এ বার ভোট না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, বিজেপি দ্বিতীয় আসনটি জয়ের চেষ্টা করবে না। ২০১৭ সালের নির্বাচনে ওই ছ’টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী এবং মানস ভুঁইয়া ওই পাঁচ আসনে জিতেছিলেন। পরে মানস ইস্তফা দেন। সেই আসনে জেতেন তৃণমূলের সুস্মিতা দেব। এ বার তাঁদের সকলের মেয়াদ শেষ হচ্ছে। অন্য দিকে, ২০১৭ সালে জয়ী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হচ্ছে এই দফায়।ছ’টি আসনের মধ্যে একটি জয়ের জন্য সরাসরি ৪২ জন বিধায়কের সমর্থনের প্রয়োজন। ফলে পরিষদীয় পাটিগণিতের নিয়মে তৃণমূল পাঁচটি এবং বিজেপি একটিতে জিততে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Rajyasabha Election: পঞ্চায়েতের পরেই রাজ্যে আরও এক ভোটপর্ব, রাজসভায় সাত আসনে নির্বাচন ২৪ জুলাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল