সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলে অধীর চৌধুরী বলেন, "দিদি নাকি এক পয়সাও বেতন নেন না, গাড়ি চড়েন না, খাবার খান না, ঘুমান না। আমার প্রশ্ন, তাহলে দিদির সংসার চলে কীভাবে?" নিজের দলের সঙ্গে তুলনা করে অধীর চৌধুরী বলেন, "টাকার অভাবে আমরা মিটিং করতে পারি না, পতাকা লাগাতে পারি না, সেভাবে প্রচার করতে পারি না। আর তৃণমূল কংগ্রেসের সভায় হাজার হাজার বাসে করে লোকজন নিয়ে আসা, তাঁদের বিরিয়ানি খাওয়ানো এসবের টাকা আসছে কোথা থেকে? আকাশ থেকে কি টাকা পড়ছে?"
advertisement
আরও পড়ুন: জেলা থেকে আসত টাকা! কেন? উৎস কোথায়? জেরায় চাঞ্চল্যকর তথ্য জানালেন অর্পিতা!
তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে অধীর চৌধুরী বলেন, "এই দল মানুষের জন্য কাজ করার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছে। অথচ তৃণমূল কংগ্রেস দলটি চোরদের জন্য, চোরদের দ্বারা এবং চোরদের সঙ্গে।" তিনি অভিযোগ করেন মানুষের থেকে ভোট আদায় করতেই জনদরদী প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল। রাজ্যের শাসকদলের নেতা মন্ত্রী সাংসদ বিধায়ক দের সতর্কবার্তা দেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, " যখনই দিদি কাউকে দলের বোঝ মনে করবেন, তাঁকে ঝেড়ে ফেলবেন। যেমনটা পার্থ চট্টোপাধ্যায়কে করেছেন। এতদিন ছুঁচো গিলতে পারেননি। এবার ইডি মারফত ধরা পড়তেই চট্টোপাধ্যায়কে ঝেড়ে ফেলেছেন। ফলে যারা চুরি-চামারি করেছেন সেই সমস্ত তৃণমূল নেতারা সতর্ক হয়ে যান। কারণ আপনাদের বদনামের ভাগীদার হবেন না দিদিমণি।"
RAJIB CHAKRABORTY