আন্দোনলকারীদের প্রতিনিধি শহিদুল্লাহ এদিনের প্রায় দু'ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে এসে জানান, আগামী ৮ তারিখ শিক্ষামন্ত্রী ও এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বিকাশভবনে বৈঠক হবে। শহিদুল্লাহ বলেন, “অভিষেক অত্যন্ত মানবিক। তিনি জানিয়েছেন, মেধাতালিকার প্রার্থীরা যাতে সবাই চাকরিতে নিয়োগ পান তার জন্য ১০০ শতাংশ চেষ্টা করবেন তিনি! আমরা বৈঠকে খুশি, তবে ধর্না তোলার বিষয়ে কোনও কথা হয়নি।”
advertisement
আরও পড়ুন- দেশভাগের ঘা শুকোয়নি!ভারতজুড়ে 'বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস' পালনে প্রস্তুত বিজেপি
আরও পড়ুন- জয় স্মৃতি ইরানির! মেয়ের পানশালা বিতর্কে কংগ্রেসকে ট্যুইট মোছার নির্দেশ আদালতের
এসএসসি প্রতিনিধিরা তাঁদের দাবি এদিন লিখিত আকারেই নিয়ে আসেন। বৈঠকের আগে আন্দোলনকারীদের তরফে জানানো হয়, নবম থেকে দ্বাদশ মেধাতালিকায় থাকা সকলের নিয়োগ চান তাঁরা। নবম-দ্বাদশ শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রসঙ্গে সিপিএম বিজেপি দুই বিরোধী মিলেই তৃণমূলকে যে কোণঠাসা করার চেষ্টা করছিল তা কিছুটা ঘা খেল এদিনের অভিষেকের বৈঠক পরবর্তী আশ্বাসে, এমনটাই মত রাজনৈতিক মহলের।
শুক্রবার ৫০২ দিনে পড়ল এসএসসি চাকরিপ্রার্থীদের আন্দোলন। তৃণমূল সাংসদ অভিষেক বৃহস্পতিবার আন্দোলনকারীদের জানিয়েছিলেন, নিজের সামর্থ্য অনুযায়ী এসএসসি চাকরিপ্রার্থীদের সাহায্য করবেন তিনি।শুক্রবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জানিয়ে দেন চাকরিপ্রার্থীদের সঙ্গে নিজের ক্যামাক স্ট্রিটের দফতরেই মুখোমুখি সাক্ষাৎ করবেন তিনি।