Smriti Irani: জয় স্মৃতি ইরানির! মেয়ের বেআইনি পানশালা বিতর্কে কংগ্রেসকে ট্যুইট মোছার নির্দেশ দিল আদালত

Last Updated:

Smriti Irani Daughter Goa Bar Case: স্মৃতির দাবি, তাঁর কন্যা প্রথম বর্ষের কলেজ ছাত্রী এবং কোনও বার তিনি চালান না।

Smriti Irani
Smriti Irani
#নয়াদিল্লি: গোয়ায় বেআইনি পানশালা চালান কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির মেয়ে! কংগ্রেসের এই অভিযোগকে ভুল প্রমাণিত করল আদালত। ২৪ ঘণ্টার মধ্যে কংগ্রেসের তিন নেতাকে আজ তাঁদের টুইট, ভিডিও এবং রিট্যুইটগুলি মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে। স্মৃতি ইরানির দায়ের করা ২ কোটি টাকার মানহানির মামলায় জয়রাম রমেশ, পবন খেরা এবং নেট্টা ডিসুজাকে ১৮ অগাস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্ট জানিয়েছে যদি কংগ্রেস নেতারা ট্যুইটগুলি না মুছে দেন তবে ট্যুইটারকেই এই কাজটি করতে হবে।
বিচারক জানিয়েছেন, ট্যুইটের মাধ্যমে “স্মৃতি ইরানির সুনামে গুরুতর আঘাত করা হয়েছে।” বিচারপতি মিনি পুষ্কর্ণ বলেন, “প্রাথমিক দৃষ্টিতে আমার মনে হয়েছে প্রকৃত ঘটনা যাচাই না করেই বাদীর বিরুদ্ধে অপবাদের অভিযোগ আনা হয়েছে।”
advertisement
advertisement
জয়রাম রমেশ এক ট্যুইট বার্তায় আদালতের এই সমনের কথা নিশ্চিত করেছেন। “দিল্লি হাইকোর্ট আমাদেরকে স্মৃতি ইরানির দায়ের করা মামলার আনুষ্ঠানিক জবাব দেওয়ার জন্য নোটিশ জারি করেছে। আমরা আদালতের সামনে তথ্য উপস্থাপনের জন্য উন্মুখ। আমরা শ্রীমতি ইরানিকে চ্যালেঞ্জ করব এবং মিথ্যা প্রমাণ করব,” ট্যুইট করেছেন কংগ্রেস সাংসদ।
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু, কংগ্রেসকে কটাক্ষ করে ট্যুইট করেন, “উচ্চ পদে থাকা ব্যক্তি বা কোনও নাগরিকের বিরুদ্ধে মানহানিকর অভিযোগ তোলার আগে অবশ্যই সমস্ত তথ্য যাচাই করে নেওয়া উচিত।” স্মৃতি ইরানির অষ্টাদশী কন্যা গোয়ায় একটি ‘বেআইনি বার’ চালান, এই ছিল কংগ্রেসের মূল অভিযোগ।
advertisement
কেন্দ্রীয় মন্ত্রী গত সপ্তাহেই তিন কংগ্রেস নেতা ও কংগ্রেসকে আইনি নোটিশ পাঠিয়েছেন। তিনি লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন এবং অবিলম্বে তাঁর মেয়ের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ প্রত্যাহার করে নেওয়ারও দাবি করেছেন।
কংগ্রেসের বিরুদ্ধে তাঁর কন্যা সম্পর্কে ‘মিথ্যা রটনা ও প্রকাশ্যে চরিত্র বিকৃতির’ অভিযোগ তুলেছেন স্মৃতি। তাঁর দাবি, তাঁর কন্যা প্রথম বর্ষের কলেজ ছাত্রী এবং কোনও বার তিনি চালান না। কংগ্রেস একটি সাংবাদিক সম্মেলনের মন্ত্রীর মেয়ের পরিচালিত রেস্তোরাঁর কারণ দর্শানোর নোটিশের একটি নথি শেয়ার করে। দলের মুখপাত্র পবন খেরার দাবি ছিল, এক বছরেরও বেশি সময় ধরে মৃত ব্যক্তির নামে বারটির লাইসেন্স নেওয়া হয়েছিল।
advertisement
গোয়ার আবগারি কমিশনার নারায়ণ গাদ গত ২১ জুলাই আইনজীবী-কর্মী আইরেস রড্রিগেসের অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁয় একটি শো-কজ নোটিশ জারি করেছিলেন। আইরেসের অভিযোগ, মালিকরা পানশালার লাইসেন্স পাওয়ার জন্য ‘জালিয়াতি করেছেন এবং ভুয়ো নথি’ জমা দিয়েছেন।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Smriti Irani: জয় স্মৃতি ইরানির! মেয়ের বেআইনি পানশালা বিতর্কে কংগ্রেসকে ট্যুইট মোছার নির্দেশ দিল আদালত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement