উপায় কি?
গবেষণা বলছে প্রতিবছর শুধু ভারতবর্ষে ৭০০০ রোগী ডাক্তারের খারাপ হাতের অক্ষরের জন্য ভুল ওষুধ খেয়ে মারা যায়। ব্রিটেনে প্রতিবছর ৩০ হাজার রোগী একই কারণে মারা যান। আমেরিকায় সেই সংখ্যাটা বছরে প্রায় ১ লক্ষ। পরিস্থিতি যথেষ্ট উদ্বেগের। ন্যাশনাল মেডিক্যাল জার্নাল অফ ইন্ডিয়া ১৮' অনুসারে ভারতবর্ষে ৭০০০ রোগী ডাক্তারের খারাপ হাতের লেখা ও বানান ভুলের জন্য মারা যান। এই নিয়ে বিস্তর লেখালেখি হলেও এখনও পর্যন্ত কোনওভাবে এই অভিযোগের সুরাহা হয়নি।
advertisement
আরও পড়ুনঃ ব্রেকফাস্ট স্কিপ করছেন? সাবধান, না-হলে আজই শরীরে হানা দেবে এইসব প্রাণঘাতী রোগ!
নাম জানাতে অনিচ্ছুক 'কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট'রা বেশিরভাগ ডাক্তারের খারাপ হাতের লেখা এবং বানান ভুলের জন্য প্রেসক্রিপশন ফিরিয়ে দেন। অনেকে আবার অনুমানের ওপর নির্ভর করে ওষুধ দিয়ে দেন। সেখানেই বিপত্তি ঘটে। আরও ভয়ঙ্কর অভিযোগ, এই ধরনের সমস্যা হাসপাতালের আইসিসিউতেও ঘটে। যেখানে নার্সদের ওপর দায় চাপানো হয়।
এ রকম কেন হয়?
বিশেষজ্ঞদের মতে, একজন ডাক্তার অতিরিক্ত রোগী দেখতে গিয়ে তাড়াহুড়োতে এই ধরনের প্রেসক্রিপশন করে ফেলেন অনেক সময়। গবেষণা বলছে, ১০০ প্রেসক্রিপশনের মধ্যে চল্লিশটি পুরুষ এবং কুড়িটি মহিলা চিকিৎসকের হাতের লেখা খারাপ। যা পড়ে অনেক সময়, সেই ডাক্তার পরে নিজেও উদ্ধার করতে পারে না।
এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিক কম্পিউটারাইজড প্রেসক্রিপশন দিচ্ছেন। কিন্তু ৯০% ডাক্তার এখনও পর্যন্ত হাতে লিখে প্রেসক্রিপশন করেন। রোগীদের জীবনের ঝুঁকি থাকলেও, এখনও সচেতন নয় চিকিৎসকমহল। খারাপ হাতের লেখা ও বানান ভুলের জন্য কী কোনও পদক্ষেপ নিতে পারে সরকার? সেদিকে তাকিয়ে ভুক্তভুগী রোগীরা!
শঙ্কু সাঁতরা