ইডির বিশেষ আদালতে পার্থর জামিনের আবেদন করা হয় বৃহস্পতিবার৷ এসএসসি ‘দুর্নীতি’ মামলায় ইডির হাতে গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে বৃহস্পতিবার আবার আদালতে পেশ করা হয়। বৃহস্পতিবারই তাঁদের জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে। এদিন আদালতে পার্থের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবী৷ তাঁর শারীরিক অবস্থার কথা তুলে ধরেই জামিনের আবেদন করা হয়৷ বলা হয়, অক্সিজেন বা নেবুলাইজারের মতো সামগ্রীর প্রয়োজন রয়েছে তাঁর৷
advertisement
আরও পড়ুন: ভয়াবহ! ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হল! মাটিতে দেহ পুঁতে দিল প্রেমিক!
পার্থর জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী৷ তিনি বলেন, পার্থর পরিবারের নামে একাধিক কোম্পানির সন্ধান মিলেছে৷ দুর্নীতির টাকা কোম্পানির নামে ট্রান্সফার হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের ৬০টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ৩০টি ভুয়ো কোম্পানির হদিশ মিলেছে৷ এমনকি অর্পিতার এলআইসির প্রিমিয়াম পার্থর অ্যাকাউন্ট থেকে৷ শেষমেষ রায় দেয় আদালত৷ আবারও ১৪ দিনের জেল হেফাজতে পার্থ-অর্পিতা৷
প্রসঙ্গত, এদিনের এজলাস থেকে বেরনোর সময় পার্থকে ছেঁকে ধরেন সাংবাদিকরা! আর এবার রীতিমতো 'ভবিষ্যৎদ্বাণী' করলেন পার্থ, তাঁর কথায়, 'কেউ ছাড় পাবে না, সঠিক সময়ে সব প্রমাণ হবে',!