TRENDING:

Kali Puja 2025 Kolkata Air Quality: সারা দেশে বাজির দৌরত্ম‍্য, গ্যাস চেম্বারে পরিণত দিল্লি ! 'কলকাতাতে অনেকটাই কম দূষণ...' জানালেন সিপি

Last Updated:

Kali Puja 2025 Kolkata Air Quality: কালী পুজোর রাতে দেদার বাজি ফাটল সারা রাজ‍্যজুড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাত যত বেড়েছে তত বেড়েছে বাজির দৌরত্ম‍্য। সোমবার দীপাবলির রাতে বাজির তাণ্ডবের জেরে কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বাতাসের মান আশঙ্কাজনক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ  কালী পুজোর রাতে দেদার বাজি ফাটল সারা রাজ‍্যজুড়ে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ রাত যত বেড়েছে তত বেড়েছে বাজির দৌরত্ম‍্য। সোমবার দীপাবলির রাতে বাজির তাণ্ডবের জেরে কলকাতা–সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের বাতাসের মান আশঙ্কাজনক। আজ, মঙ্গলবার সকালে কলকাতায় এয়ার কোয়ালিটি ইনডেক্স গড়ে ১৬৬। তবে গতকাল রাত এগারোটা থেকে বারোটার মধ্যে ৩৭৩ ছুয়েছিল কলকাতার দূষণ মাত্রা।
News18
News18
advertisement

আরও পড়ুনঃ  নৈহাটির বড়মার মন্দিরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়! মুখ‍্যমন্ত্রীর জন‍্য ‘বিশেষ’ উপহারের আয়োজন মন্দির কর্তৃপক্ষের

তবে, কলকাতার সিপি জানান, ‘অনেকটাই নিয়ন্ত্রণে দূষণ, অন্যান্য বছর কিংবা অন্যান্য মেট্রো শহরের তুলনায় এবছর কলকাতাতে অনেকটাই কম দূষণ। কালকে রাতে কলকাতা শহরে অনেকেই অভিযোগ করেছেন, অ্যাডেড এরিয়া থেকে অনেক অভিযোগ এসেছে। একশো জনের বেশি গ্রেফতার হয়েছে গতকাল, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এ দিন সারা দেশে সব শহরকে টেক্কা দিয়েছে দিল্লি দূষণে। এদিন রাত ১০টা তেই কার্যত গ্যাস চেম্বারে পরিণত হয় দেশের রাজধানী। দিল্লি দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী শহরের টিগরি এক্সটেনশন এলাকায় রাত সাড়ে ১০টায় এদিন পিএম (পার্টিকুলেট ম্যাটার) ২.৫-এর মাত্রা পৌঁছয় ২০৩৭-এ। ওই একই সময়ে বাওয়ানায় পিএম-২.৫ ছিল ১৪৫৫ এবং ডিফেন্স কলোনি এলাকায় তা পৌঁছয় ১৩৭৪-এ। সাধারণত একিউআই ৫০০ ছাড়ালে তাকে ‘অসহনীয়’ বলে ধরা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Kali Puja 2025 Kolkata Air Quality: সারা দেশে বাজির দৌরত্ম‍্য, গ্যাস চেম্বারে পরিণত দিল্লি ! 'কলকাতাতে অনেকটাই কম দূষণ...' জানালেন সিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল