কলকাতার সিপি জানান, ‘অনেকটাই নিয়ন্ত্রণে দূষণ, অন্যান্য বছর কিংবা অন্যান্য মেট্রো শহরের তুলনায় এবছর কলকাতাতে অনেকটাই কম দূষণ। কালকে রাতে কলকাতা শহরে অনেকেই অভিযোগ করেছেন, অ্যাডেড এরিয়া থেকে অনেক অভিযোগ এসেছে। একশো জনের বেশি গ্রেফতার হয়েছে গতকাল, আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ মঙ্গলবার সকালে কলকাতায় এয়ার কোয়ালিটি ইনডেক্স গড়ে ১৬৬। তবে গতকাল রাত এগারোটা থেকে বারোটার মধ্যে ৩৭৩ ছুয়েছিল কলকাতার দূষণ মাত্রা।
advertisement
অন্যান্য বড় শহরগুলি তুলনায় কলকাতায় দূষণের মাত্রা এখনও কম। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিসংখ্যান বলছে, কলকাতা এখন নিরাপদের তালিকায়। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যান রুদ্র বলেন, ” উত্তরে হওয়ার জন্য অন্যান্য রাজ্যের দূষণ পশ্চিমবঙ্গে চলে আসে। এটাও একটা কারণ রাজ্যের দূষণের পরিমাণ বেড়ে যাওয়ার নেপথ্যে। আমরা এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা করছি। দিল্লিতে দূষণের মাত্রা অনেকটাই বেশি হয়ে গিয়েছে, সমুদ্রের পাড়ে অবস্থিত হয়েও মুম্বইয়ের দূষণের মাত্রা অনেকটাই বেশি। সহ-নাগরিকরা আমাদের আবেদনে সাড়া দিচ্ছেন, এটাই ভাল।”