Murshidbad: ভয়াবহ! ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হল! মাটিতে দেহ পুঁতে দিল প্রেমিক!

Last Updated:

Murshidbad: প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে ভয়াবহ ঘটনা ঘটল যুবতীর সঙ্গে! শিউরে উঠবেন!

#মুর্শিদাবাদ:  রাজ্যে ফের ঘটল ধর্ষণের ঘটনা! ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে।  মুর্শিদাবাদের ইসলামপুরের লোচনপুরের ঘটনা!  এক বছর ১৭ এর কিশোরীকে ধর্ষণ করে খুন করার ঘটনায় তার প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায় ওই কিশোরী গত ১৪ই অগাস্ট নিজের প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালায়। আর তারপরেই ঘটে যায় চরম ঘটনা!
বাড়ি থেকে পালানোর পর আর ফেরেনি ওই কিশোরী। সেদিন থেকেই নিখোঁজ সে!  এর পর পুলিশে অভিযোগ করে পরিবারের লোকজন! পরিবারের লোকজন জানতে পারে গোটা ঘটনা, সন্দেহ থেকেই পুলিশকে সবটা জানান তারা! তারপরেই অভিযোগ পেয়ে পুলিশ  পুলিশ পাশের গ্রাম গোপিনাথপুরের আতাবুর শেখ নামের যুবককে আটক করে। তাকে জেরা করতেই সে খুন ও ধর্ষণ করে দেহ পুতে রাখার কথা স্বীকার করে। গত রাতে মুর্শিদাবাদ থানার রঞ্জিৎপাড়ার এক কলাবাগান থেকে পুলিশ দেহটি উদ্ধার করে। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করে ইসলামপুর থানার পুলিশ।
advertisement
advertisement
এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায়! ওই কিশোরীকে শুধু ধর্ষণ নয় খুন পর্যন্ত করে। এবং গোটা বিষয় চাপা দিতে কিশোরীর দেহ পুঁতে দেয়! তারপর ফের নিজের গ্রামে ফিরে এসে ঘাপটি মেরে বসে থাকে যুবক! তবে সন্দেহ হয় মেয়েটির বাড়ির লোকের! এবং তারাই প্রথম সব কিছু থানায় জানান! এই ঘটনায় গোটা এলাকা সহ মুর্শিদাবাদে আতঙ্ক তৈরি হয়েছে। আপাতত গ্রেফতার করা হয়েছে ওই যুবককে। কেন বা কী কারণে এই ঘটনা ঘটাল সে তা তদন্ত করে দেখা হচ্ছে!
advertisement

view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Murshidbad: ভয়াবহ! ১৭ বছরের কিশোরীকে ধর্ষণ করে খুন করা হল! মাটিতে দেহ পুঁতে দিল প্রেমিক!
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement