Happy Birthday Gulzar: গুলজারের জন্য কবিতা লিখলেন শ্রীজাত! স্বপ্ন ভেবে নিজেকে চিমটি কাটলেন সৃজিত!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Happy Birthday Gulzar: ৮৮-তে গুলজার! জন্মদিনে বিশেষ কবিতা লিখলেন শ্রীজাত! অন্যদিকে সৃজিত নিজের মনের কথা উজাড় করে জানালেন!
#কলকাতা: গুলজার সাহেব! সত্যিই তিনি সাহেব! শুধু তাই নয় তিনি শব্দের জাদুগর! তাঁর হাতের ছোঁয়ায় অক্ষররা নতুন শব্দ পায়! আর শব্দরা ছন্দ! আর তাই অনায়াসেই তাঁর লেখনিতে উঠে আসে র্যাপার বয়ের কথা থেকে থেকে চূড়ান্ত প্রেমের শব্দ! আজ ৮৮ তে পা দিলেন গুলজার! তাঁর জন্মদিনে শ্রদ্ধায় মাথা নত করে গোটা দেশের মানুষ! তবে গুলজারের জীবনে লড়াই কিন্তু কম আসেনি। সামান্য চাকরি থেকে নিজের মনের কথা শুনে ছন্দের জাদুগর হওয়া খুব একটা সহজ কথা নয়! অথচ এত কিছুর পরেও গুলজার সাহেব একেবারে মাটির মানুষ! সহজ সরল ভাবে প্রতিটা মানুষকে তিনি মনে ধারণ করেন। হয়ত সেই জন্যই তাঁর শব্দরা অন্য ছন্দে কথা বলে!
তাঁর জন্মদিনে শুধু বলিউড নয় শুভেচ্ছা বার্তায় মেতেছে টলিউডও! গুলজারের জন্মদিন উপলক্ষ্যে ছোট্ট একটি কবিতা উপহার দিয়েছেন শ্রীজাত। কাজের সূত্রে বেশ কয়েকবার গুলজারের সান্নিধ্য পেয়েছেন কবি শ্রীজাত। গুলজার যেন তাঁর মনের রাজ্যের রাজা! সোশ্যাল মাধ্যমে শ্রীজাত লেখেন, " কখনও মুখোমুখি বসেছি কথা নিয়ে/ কখনও আড়ালেই খুলেছি খাম.../ তুমিও সাজিয়েছ আমাকে ব্যথা দিয়ে —/কেননা গুলজার তোমার নাম। শুভ জন্মদিন, কবি!" এই পোস্টে বহু মানুষ শুভেচ্ছা জানিয়েছেন গুলজারকে!
advertisement
advertisement
অন্যদিকে চুপ বসে নেই পরিচালক সৃজিত! গুলজার ছুঁয়েছেন তাঁর মনও! মানুষের মনে শব্দবাণে ঢুকে পড়াই যে গুলজারের জাদু! আজ জন্মদিনে গুলজারের সঙ্গে একটি ছবি পোস্ট করেন সৃজিত! গত ২৪ জুন মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি 'শেরদিল'। এই ছবির জন্য গান লেখেন গুলজার। সেই গানে কণ্ঠ দেন প্রয়াত গায়ক কেকে! আর সেই সূত্রেই কাছাকাছি আসা! স্নেহের পরশ পাওয়া! যা যেকোনও মানুষের কাছে ঈর্শনীয়! এ কথাই বিশ্বাস হয় না সৃজিতের!
advertisement
advertisement
নিজের গায়ে চিমটি কেটে দেখেন যে সত্যিই তিনি গুলজারের স্পর্শ পেয়েছেন নাকি গোটাটাই স্বপ্ন। সে কথা ধরা পড়ে সৃজিতের লেখায়! তিনি লেখেন, "শুভ জন্মদিন গুলজার সাব! আপনাকে জানা, আপনার কথা শোনাই একটা স্বপ্ন! আমি বলতে ভুল করবো না যে আপনার সঙ্গে কাজ করাটা আমার কাছে এখনো স্বপ্নের মতো! আমি এখনো নিজেকে চিমটি কেটে দেখি, সবটা সত্যি তো!" এভাবেই টলিউডের দুই মানুষ শ্রদ্ধায় ভরালেন গুলজারের জন্মদিন!
Location :
First Published :
August 18, 2022 7:47 PM IST