টানা তিন দিন গভীর রাত পর্যন্ত বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং চলে। তার শেষেই এল নিয়োগের এই সুখবর। উল্লেখ্য ২০২২ সালের নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যজুড়ে ৯,৫৩৩ টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মত বীরভূমেও মোট ৪৯১ জন নিয়োগের কথা। তাদের মধ্যে ৪২৭ জনের নিয়োগপত্র প্রথমেই ছাড়া হয়েছে। এর মধ্যে শুক্রবার পর্যন্ত ৪২২ জন প্রাথমিক শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছেন। জেলা সংসদ সূত্রে খবর, বাকি ৬৪ জনের কাউন্সেলিং রাজ্যস্তরে হবে।
advertisement
এই নিয়োগ প্রসঙ্গে বীরভূম প্রাথমিক জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, যাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে তাঁদের মধ্যে প্রায় সকলেই চাকরিতে যোগ দিয়েছেন। কোনও কারণে পাঁচজন অনুপস্থিত ছিলেন। তাছাড়া রাজ্যস্তরের কিছু নিয়োগ বাকি রয়েছে এখনও। দ্রুত সেই প্রক্রিয়াও সম্পন্ন হবে বলে তিনি জানান।
এদিকে সুস্থভাবে কাউন্সিলিং করে শিক্ষকদের নিয়োগে জন্য স্কুল শিক্ষা সংসদকে ধন্যবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের জেলা সভাপতি অরিন্দম বসু কাজে যোগ দেওয়া শিক্ষকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শত কুৎসা সত্ত্বেও চাকরিপ্রার্থীরা ঠিক চাকরি পাচ্ছেন।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সুত্রে জানা গিয়েছে, যে স্কুলগুলিতে নিয়োগ দেওয়া হচ্ছে তার অর্ধেকের বেশি স্কুল রয়েছে শুধুমাত্র রামপুরহাট মহকুমায়। প্রত্যেক চাকরিপ্রার্থীর সব নথি পরীক্ষা করে দেখে তবেই হাতে হাতেই তুলে দেওয়া হয়েছিল নিয়োগপত্র। পাশাপাশি স্পিড পোস্ট করে প্রত্যেক চাকরিপ্রার্থীর বাড়িতেও নিয়োগপত্র পাঠানো হয়েছে। এদিকে যারা এখনও চাকরিতে যোগ দেননি তাঁরা নিয়মমাফিক আরও ১৫ দিন সময় পাবেন।
সৌভিক রায়