TRENDING:

Teacher Recruitment: শুধু বীরভূমেই চারশোর বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ! যোগ দিলেন প্রায় সকলে

Last Updated:

টানা তিন দিন গভীর রাত পর্যন্ত বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং চলে। তার শেষেই এল নিয়োগের এই সুখবর

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বীরভূম: রাজ্যে আবার সরকারি চাকরিতে নিয়োগ। বিশেষত শত বিতর্কে বিদ্ধ সেই শিক্ষাক্ষেত্রেই এবার ভাল পরিমান নিয়োগের সুখবর। শুক্রবার বীরভূমে ৪২৭ জন প্রাথমিক শিক্ষক পদে যোগ দিয়েছেন। জেলার ৪২০ টি প্রাথমিক বিদ্যালয়ে এই নতুন শিক্ষকদের নিয়োগ করা হয়েছে।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

আরও পড়ুন: সময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে গিয়ে ভয়ঙ্কর কাণ্ড, মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা দেওয়া হল না ছাত্রীর

টানা তিন দিন গভীর রাত পর্যন্ত বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং চলে। তার শেষেই এল নিয়োগের এই সুখবর। উল্লেখ্য ২০২২ সালের নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যজুড়ে ৯,৫৩৩ টি শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করেছিল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মত বীরভূমেও মোট ৪৯১ জন নিয়োগের কথা। তাদের মধ্যে ৪২৭ জনের নিয়োগপত্র প্রথমেই ছাড়া হয়েছে। এর মধ্যে শুক্রবার পর্যন্ত ৪২২ জন প্রাথমিক শিক্ষকের চাকরিতে যোগ দিয়েছেন। জেলা সংসদ সূত্রে খবর, বাকি ৬৪ জনের কাউন্সেলিং রাজ্যস্তরে হবে।

advertisement

এই নিয়োগ প্রসঙ্গে বীরভূম প্রাথমিক জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান প্রলয় নায়েক বলেন, যাদের নিয়োগপত্র দেওয়া হয়েছে তাঁদের মধ্যে প্রায় সকলেই চাকরিতে যোগ দিয়েছেন। কোনও কারণে পাঁচজন অনুপস্থিত ছিলেন। তাছাড়া রাজ্যস্তরের কিছু নিয়োগ বাকি রয়েছে এখনও। দ্রুত সেই প্রক্রিয়াও সম্পন্ন হবে বলে তিনি জানান।

এদিকে সুস্থভাবে কাউন্সিলিং করে শিক্ষকদের নিয়োগে জন্য স্কুল শিক্ষা সংসদকে ধন্যবাদ জানিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। সংগঠনের জেলা সভাপতি অরিন্দম বসু কাজে যোগ দেওয়া শিক্ষকদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, শত কুৎসা সত্ত্বেও চাকরিপ্রার্থীরা ঠিক চাকরি পাচ্ছেন।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সুত্রে জানা গিয়েছে, যে স্কুলগুলিতে নিয়োগ দেওয়া হচ্ছে তার অর্ধেকের বেশি স্কুল রয়েছে শুধুমাত্র রামপুরহাট মহকুমায়। প্রত্যেক চাকরিপ্রার্থীর সব নথি পরীক্ষা করে দেখে তবেই হাতে হাতেই তুলে দেওয়া হয়েছিল নিয়োগপত্র। পাশাপাশি স্পিড পোস্ট করে প্রত্যেক চাকরিপ্রার্থীর বাড়িতেও নিয়োগপত্র পাঠানো হয়েছে। এদিকে যারা এখনও চাকরিতে যোগ দেননি তাঁরা নিয়মমাফিক আরও ১৫ দিন সময় পাবেন।

advertisement

সৌভিক রায়

বাংলা খবর/ খবর/চাকরি/
Teacher Recruitment: শুধু বীরভূমেই চারশোর বেশি প্রাথমিক শিক্ষক নিয়োগ! যোগ দিলেন প্রায় সকলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল