TRENDING:

State government Job News: কন্যাশ্রী প্রকল্পে ম্যানেজার পদে চাকরির দারুণ সুযোগ এই জেলায়, আজই আবেদন করুন

Last Updated:

State government Job News: চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ রয়েছে ৯টি। তার মধ্যে অ্যাকাউন্ট্যান্ট পদে ১টি ও ডাটা ম্যানেজার পদে ৮টি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলাতে কন্যাশ্রী প্রকল্পে অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা ম্যানেজার পদে নিয়োগ করা হবে। চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে এই পদে। মোট শূন্যপদ রয়েছে ৯টি। তার মধ্যে অ্যাকাউন্ট্যান্ট পদে ১টি ও ডাটা ম্যানেজার পদে ৮টি। আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হওয়া দরকার। বিজ্ঞপ্তি জারি করল মুর্শিদাবাদ জেলা শাসক দফতর।
কন্যাশ্রী প্রকল্পে চাকরি
কন্যাশ্রী প্রকল্পে চাকরি
advertisement

জেলা শাসক দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ১টি আসন রয়েছে অ্যাকাউন্ট্যান্টের। এই পদে আবেদনের জন্য প্রার্থীর যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অ্যাকাউন্টেসি অনার্স-সহ কমার্সে স্নাতক হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স করা থাকতে হবে। আগে তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকা দরকার। প্রতি মাসে বেতন দেওয়া হবে ১৫ হাজার টাকা।

আরও পড়ুন: সরিয়ে দেওয়া উপাচার্যদের বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতিতে নিয়োগ, রাজ্যপালকে নজিরবিহীন বার্তা রাজ্যের

advertisement

ডেটা ম্যানেজার পদে আবেদনের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। পাশাপাশি, এ ক্ষেত্রেও স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের শংসাপত্র থাকতে হবে। আগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতি মাসে ১১ হাজার টাকা বেতন দেওয়া হবে। মুর্শিদাবাদ জেলা শাসক দফতর সূত্রে এও জানা গিয়েছে, প্রার্থীকে প্রথমে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। www.murshidabad.gov.in পেজে ঢুকে ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে।

advertisement

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষক নিয়োগের মেধাতালিকা প্রকাশ কবে? বড় খবর জানিয়ে দিল পর্ষদ

এর পর আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায় জমা দিতে হবে। যার ঠিকানাঃ Kanyashree DPMU office (Room No. 2, Kanyashree & Kanyashree Cell of Murshidabad Colleclorate, New Building at Berhampore, Barrack Square, Murshidabad, PIN- 742101) or by post to Kanyashree DPMU oflice (Room No. 2, Kanyashree & Kanyashree Cell of Murshidabad Collectorate, New Building at Berhampore, Barrack Square, Murshidabad, PIN- 742101)। ৪ অগাস্ট আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই দিন বিকেল ৫টা পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদনপত্র।

advertisement

নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলী জানতে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।

অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য ৭০ নম্বর লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ১০, ও ইন্টারভিউ ২০। অন্যদিকে,  ডাটা ম্যানেজার পদের জন্য বেসিক কম্পিউটার নলেজ ৩০, আর্থমেটিক ১০, ইংরেজি ১০, জেনারেল অ্যাওয়ারনেস ১০, কম্পিউটার টেষ্ট ২০, ইন্টারভিউ ২০ নম্বরের পরিক্ষা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
সরকারি স্কুল শিক্ষিকা,যেন 'লেডি সলমন'!শরীরচর্চায় বানিয়েছেন 'মাসল'!বাঁকুড়ার আইকন মুন্না
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/চাকরি/
State government Job News: কন্যাশ্রী প্রকল্পে ম্যানেজার পদে চাকরির দারুণ সুযোগ এই জেলায়, আজই আবেদন করুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল