আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে ভুয়ো প্রশ্নপত্র সোশ্যাল সাইটে ‘ভাইরাল’, সাইবার ক্রাইমে সংসদ
বিজ্ঞপ্তি অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার লিগ্যাল সার্ভিসেস অথরিটির পক্ষ থেকে প্যারা লিগ্যাল ভলান্টিয়ার পদে কর্মী নিয়োগ করা হবে। নির্দিষ্ট পদের জন্য মোট শূন্যপদ রয়েছে ৪৯টি। নির্দিষ্ট পদের জন্য যাঁরা আবেদন করবেন তাঁদের ন্যূনতম বয়স হতে হবে ২১ বছর। যাঁরা এই পদের জন্য নিযুক্ত হবেন তাঁদের জেলার আইনি পরিষেবা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী পারিশ্রমিক দেওয়া হবে।
advertisement
তবে নির্দিষ্ট পদে আবেদনের জন্য কোনও শিক্ষাগত যোগ্যতার বিষয়ে পরিস্কার ভাবে জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। তবে, আবেদন করার জন্য আবেদনকারীদের সমাজের পিছিয়ে পড়া শ্রেণি এবং প্রান্তিক মানুষদের সাহায্য করার মানসিকতা থাকা দরকার । নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন শিক্ষক-শিক্ষিকা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, সোশ্যাল ওয়ার্কে স্নাতকোত্তরোত্তীর্ণ, সোশ্যাল ওয়ার্ক বিষয়ের শিক্ষক, চিকিৎসক, অঙ্গনওয়ারি কর্মী এবং অন্যান্যরা।
নির্দিষ্ট পদের জন্য যাঁরা আবেদন করতে চাইছেন তাঁদের বিজ্ঞপ্তিতে দেওয়া ফরম্যাটে আবেদনপত্র-সহ অন্যান্য নথি, উল্লিখিত নির্দিষ্ট ঠিকানায় ডাকযোগে তা পাঠাতে হবে। আবেদনের শেষ দিন চলতি মাসের ২৯ ফেব্রুয়ারি। এর পর বাছাই প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্দিষ্ট পদের জন্য নিয়োগ করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া প্রয়োজন।
পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক ওয়েবসাইট
https://purbabardhaman.nic.in/bn/
বনোয়ারীলাল চৌধুরী