দক্ষিণ ২৪ পরগনার জেলার ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। শূন্যপদ ৫২টি। আবেদনকারীর বয়স হতে হডে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। কী ভাবে আবেদন করবেন আপনি? প্রথমে দক্ষিণ ২৪ পরগনা জেলার ওয়েবসাইটে গিয়ে রিক্রুটমেন্ট অপশানে যেতে হবে। সেখানে দেওয়া আছে মূল বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি অনুসারে আবেদন করতে হবে।
advertisement
আরও পড়ুন: দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হলেই রাজ্য সরকারি চাকরির বিরাট সুযোগ, এখনই আবেদন করুন
WebSite:https://s24pgs.gov.in/category/lists/recruitment_and_results
যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। সঙ্গে থাকতে হবে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অথবা অন্য কোনও বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ভাষা লিখতে ও বলতে জানতে হবে। প্রয়োজনীয় যোগ্যতার আরও বিবরণ পেতে দক্ষিণ ২৪ পরগনা জেলার প্রশাসনিক ওয়েবসাইট অবশ্যই দেখতে হবে।
আরও পড়ুন: আরও ঘটনা, আরও তদন্ত! সিবিআইতে বিরাট নিয়োগের খবর, জানুন
প্রার্থীকে লিখিত ও কম্পিউটার পরীক্ষা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হওয়া প্রয়োজন। তবে মিলবে চাকরি। ১৫ জুনের মধ্যে আগে প্রার্থীকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। উল্লেখ্য গোটা রাজ্যজুড়ে প্রায় ৭০০ জন গ্রন্থাগারিক নিয়োগ করা হচ্ছে, পশ্চিমবঙ্গ জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার দফতর থেকে। সেই মর্মে জেলার স্থানীয় লাইব্রেরি অথারিটির তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। তাহলে আর দেরি কীসের, আবেদন করুন এখনই।
নবাব মল্লিক