নির্দিষ্ট পদে উদ্ভিদবিদ্যা অথবা জীবন বিজ্ঞান শাখার যে কোনও বিষয়ে মাস্টার ইন সায়েন্স ডিগ্রি আছে, এমন ব্যক্তিদের আবেদন নেওয়া হবে। অবশ্যই তাঁদের অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। এমএসসি ডিগ্রির পাশাপাশি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লেকচারশিপের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট অথবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউট টেস্টের মধ্যে যে কোনও একটি সর্বভারতীয় স্তরের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
advertisement
আরও পড়ুন: ‘আটকাবার চেষ্টা করতেই আমাকে…’ মাদক খাইয়ে ধর্ষণ! সোশ্যাল মিডিয়ার বন্ধুর বিরুদ্ধে বিস্ফোরক তরুণী
পাশাপাশি, তাঁদের মলিকিউলার বায়োলজি এবং রিকম্বিন্যান্ট ডিএনএ টেকনোলজি নিয়ে আগে কাজ করেছেন এরকম অভিজ্ঞতা থাকা প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি অনুসারে , নির্দিষ্ট পদে মোট ১১ মাসের জন্য কাজ করতে হবে।
তবে গবেষণা প্রকল্পের মেয়াদ যদি বৃদ্ধি হয় , তাহলে কাজের সময়সীমাও বৃদ্ধি হতে পারে। অনূর্ধ্ব ২৮ বছর বয়সি ব্যক্তিদের আবেদন নেওয়া হবে। এই পদের জন্য যারা আবেদন করবেন তাঁদের পোস্টের মাধ্যমে জীবনপঞ্জি-সহ সমস্ত নথি জমা দিতে হবে। নির্দিষ্ট পদের জন্য প্রতি মাসে ৩৭ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে।
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দেওয়া নোটিশ অনুযায়ী ৩১ জানুয়ারি পর্যন্ত নির্দিষ্ট পদের জন্য আবেদন নেওয়া হবে । বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা দেখে নেওয়া হবে । সাক্ষাৎকার কবে ,কী ভাবে নেওয়া হবে, সেই বিষয়ে ইমেলের মাধ্যমে যোগাযোগ করে নেওয়া হবে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখে নিতে হবে।
বনোয়ারীলাল চৌধুরী