পশ্চিম বর্ধমান জেলার অধীনে রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের নিয়োগ করা হবে। নিয়োগ করা হবে বেশ কয়েকটি পদে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান, ব্লক ডেটা ম্যানেজার, জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্পেশালিস্ট মেডিক্যাল অফিসার এবং কাউন্সেলর পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সব মিলিয়ে ১৫৯ জনকে করা হবে নিয়োগ। যদিও সবকটি পদেই নিয়োগ করা হবে চুক্তি ভিত্তিকভাবে।
advertisement
আরও পড়ুন – Astro Tips: অক্টোবর জুড়ে একের পর এক গ্রহ গোচর, তোলপাড় হবে ভাগ্য, কেউ মালামাল, কেউ কাঙাল
বিভিন্ন পদে আবেদনের জন্য বিভিন্ন রকম শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করা হয়েছে। যেগুলি বিস্তারিত জানানো হয়েছে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে। ১৯ থেকে ৬২ বছর বয়সীরা যোগ্যতা অনুযায়ী নির্ধারিত পদের জন্য আবেদন জানাতে পারবেন অনলাইনে। পদ অনুযায়ী বেতন নির্ধারণ করা হয়েছে। তবে নূন্যতম ১৩০০০ টাকা বেতন পাবেন চুক্তি ভিত্তিক নিয়োজিত কর্মীরা। সর্বাধিক ৬০০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে নির্দিষ্ট পদের জন্য। এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হলে, তবেই জানাতে পারবেন আবেদন।
আগ্রহীরা আবেদন জানাতে পারবেন অনলাইনের মাধ্যমে। এর জন্য প্রথমেই আপনাকে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে নির্দিষ্ট বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে জেনে নিতে হবে কোন পদের জন্য আপনি আবেদন জানাতে পারবেন। একইসঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে আবেদন পত্র। সেখানেই করতে হবে আবেদন। সঙ্গে পাঠিয়ে দিতে হবে প্রয়োজনীয় নথিগুলি।
অফিসিয়াল ওয়েবসাইট : https://www.wbhealth.gov.in/
যারা উপরে বলা পদগুলিতে আবেদন করতে চান, তাদের হাতে কিন্তু বেশি সময় নেই। আগামী ১৫ অক্টোবরের মধ্যে করতে হবে আবেদন। অসংরিক্ষিত শ্রেণীর জন্য ১০০ টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে সংরক্ষিত শ্রেণীর জন্য কোনও আবেদন মূল্য লাগবে না।
নথি যাচাই এবং ইন্টারভিউ এর মাধ্যমে করা হবে নিয়োগ। তাই আপনিও যদি নতুন কাজের সন্ধানে থাকেন, আপনার এই পথগুলিতে আবেদনের যোগ্যতা থাকে, তাহলে দেরি না করে শীঘ্রই আবেদন করুন।
Nayan Ghosh