অনলাইনে বিজ্ঞপ্তি প্রকাশে জানানো হয়েছে, আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা চাই। এই ক্ষেত্রে কম্পিউটার এডুকেশন জানা প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে। কেবলমাত্র মুর্শিদাবাদের বাসিন্দারাই আবেদন করতে পারবেন। এছাড়া, বাকি প্রয়োজনীয় যোগ্যতার বিষয়ে জানতে হলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে। murshidabad.gov.in এখানে গিয়ে লগইন করে ‘Home page’ গিয়ে ‘Notice’ এবং ‘requitment’ গিয়ে নোটিশ দেখতে পারেন। ৫০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে। তার মধ্যে থাকবে মাধ্যমিক লেভেলের অঙ্ক, জেনারেল নলেজ এবং কম্পিউটার নলেজ। এছাড়াও হবে কম্পিউটারে ৫০ নম্বরের প্র্যাক্টিক্যাল পরীক্ষা।
advertisement
আরও পড়ুন : এলাচ-চায়ে চুমুক দিলেই দূর অম্বলের সমস্যা? উধাও অ্যাসিডিটি? জেনে নিন
আবেদনের জন্য প্রার্থীকে প্রথমে মুর্শিদাবাদ জেলার ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’ বিভাগে গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অনলাইনে।