এই মর্মে ওই জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রোজেক্ট কো-অর্ডিনেটর, কাউন্সেলর, চাইল্ড হেল্পলাইন সুপারভাইজার এবং কেস ওয়ার্কার পদে মোট আট জন কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, ঝাড়গ্রামের শিশু সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে। যার মাসিক বেতন মাসে ৩৫ হাজার টাকা পর্যন্ত। ঝাড়গ্রামের জেলাশাসকের দফতরে শিশু সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ করা হবে।
advertisement
এই মর্মে ওই জেলার প্রশাসনিক ওয়েবসাইটে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজেক্ট কো-অর্ডিনেটর, কাউন্সেলর, চাইল্ড হেল্পলাইন সুপারভাইজ়ার এবং কেস ওয়ার্কার পদে মোট আট জন কর্মী নিয়োগ করা হবে। মৌখিক পরীক্ষা ও কম্পিউটা টেস্ট এর পর যোগ্যতা যাচাই করে নেওয়া হবে। প্রজেক্ট কো-অর্ডিনেটর পদে সমাজবিদ্যা, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, মনোবিদ্যা, সাইকিয়াট্রি, আইন, সোশ্যাল ওয়ার্ক, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট কিংবা সমতুল্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। কাউন্সেলর, চাইল্ড হেল্পলাইন সুপারভাইজ়ার পদে সোশ্যাল ওয়ার্ক, সমাজবিদ্যা, মনোবিদ্যা, পাবলিক হেলথ, কম্পিউটার সায়েন্সেস, ইনফরমেশন টেকনোলজি বিষয়ে স্নাতকদের নিয়োগ করা হবে। একটি অসংরক্ষিত পদে নিয়োগ করা হবে। যার বেতনক্রম ৩৫০০০ টাকা।
কাউন্সেলর পদে আবেদনের জন্যে সোশাল ওয়ার্ক, সোসিওলজি, সাইকোলজি, পাবলিক হেলথ কিংবা কাউন্সেলর বিষয়ে স্নাতক হতে হবে। একটি অসংরক্ষিত পদে নিয়োগ করা হবে, জার বেতনক্রম ১৮৫৩৬ টাকা। অন্যদিকে চাইল্ড হেল্প লাইন ওয়ার্কার পদে দুটি অসংরক্ষিত এবং একটি সংরক্ষিত পদে নিয়োগ করা হবে, বেতন ১৮৫৩৬ টাকা। কেস ওয়ার্কার পদে দ্বাদশ উত্তীর্ণ ব্যক্তিদের নিয়োগ করা হবে। পূর্বে ওই পদে কাজের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। নিযুক্ত ব্যক্তিদের পদের নিরিখে ১২,০০০ টাকা থেকে ৩৫,০০০ টাকা মাসিক বেতন হিসাবে দেওয়া হবে। সংশ্লিষ্ট পদে ১৮ থেকে ৪৫ বছর বয়সীব্যক্তিদের নিয়োগ করা হবে।
আরও পড়ুন: কোটিপতি হতে চান? ৩৫ হাজার টাকা আছে তো! শুধু এই জায়গায় যান, কোটিপতি হয়ে ফিরুন
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে একটি নির্দিষ্ট লিঙ্কে প্রবেশ করে সমস্ত নথি আপলোড করতে হবে। নথি আপলোড করে আবেদন জমা দিতে হবে ২৭ ফেব্রুয়ারির মধ্যে। সংশ্লিষ্ট পদে মৌখিক পরীক্ষা এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে। এই বিষয়ে আরও জেনে নিতে ঝাড়গ্রামের প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নিতে হবে।
—- রঞ্জন চন্দ