TRENDING:

Job: চাকরির পরীক্ষার কোচিং কোনও ভর্তি ফি ছাড়াই! দুর্দান্ত সুযোগ উলুবেড়িয়ার জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের

Last Updated:

এক অভিনব কোচিং সেন্ট্রারের আয়োজন! উদ্যোক্তা পশ্চিমবঙ্গ সরকারের জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র উলুবেড়িয়া, ইচ্ছুক ছেলে-মেয়েদের জন্য ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে সরকারি চাকরির জন্য স্পেশাল কোচিং সেন্টার  

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া: এক অভিনব কোচিং সেন্ট্রারের আয়োজন। উদ্যোক্তা পশ্চিমবঙ্গ সরকারের জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র উলুবেড়িয়া। ইচ্ছুক ছেলে-মেয়েদের জন্য ২৯ অক্টোবর অনুষ্ঠিত হতে চলেছে সরকারি চাকরির জন্য স্পেশাল কোচিং সেন্টার। রাজ্যে চাকরির কর্মসংস্থান হলেও পর্যাপ্ত কোচিং-এর অভাবে অনেক সময় ছেলে-মেয়েরা চাকরি পায় না। সরকারি চাকরি না থাকায় চাকরি নিয়ে তরুণ-তরুণীদের মধ্যে হতাশা ক্রমশই বাড়ছেই।
চাকরির পরীক্ষার কোচিং কোনও ভর্তি ফি ছাড়াই! দুর্দান্ত সুযোগ
চাকরির পরীক্ষার কোচিং কোনও ভর্তি ফি ছাড়াই! দুর্দান্ত সুযোগ
advertisement

অন্যদিকে প্রতি বছর শ্রমশক্তিতে যোগ হওয়া নতুন মুখের তুলনায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে অর্ধেক। ফলে বেড়েই চলেছে বেকারের সংখ্যা। ফেসবুক-ইউটিউব চ্যানেল খুলেও আয়ের চেষ্টা করছেন অনেকে। আবার উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমাচ্ছেন অনেক শিক্ষিত তরুণ-তরুণী। তাদের অধিকাংশই আর ফিরছেন না।

আরও পড়ুন: ঐশ্বর্যকে ছেড়ে তাঁর সঙ্গেই চুটিয়ে প্রেম অভিষেকের? জল্পনার মাঝেই প্রথম মুখ খুললেন নিমরত, যা বললেন…

advertisement

এমত অবস্থায় যারা রাজ্য সরকারি চাকরি পেতে ইচ্ছুক সেই সমস্ত ছেলে-মেয়েরা অনেক সময় টাকার অভাবে উপযুক্ত ট্রেনিং না পেয়ে পরীক্ষায় ক্র্যাক করতে পারে না। এইবার তাঁদের জন্য বিশাল সুযোগ এনেছে পশ্চিমবঙ্গ সরকারের জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র, উলুবেড়িয়া।

সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই স্পেশাল কোচিং-এর আয়োজন করেছে তাঁরা। এই চাকরির স্পেশাল কোচিং ক্লাস অনুষ্ঠিত হতে চলেছে ২৯ অক্টোবর উলুবেড়িয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-এ। সমস্ত ইচ্ছুক পরীক্ষার্থীদের উলুবেড়িয়া এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ-এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের নং -০৩৩-২৬৬১-০২১২।

advertisement

আরও পড়ুন: লাউ-কুমড়ো নয়, এই সবজির পাতাই বহু সমস‍্যার ব্রহ্মাস্ত্র! ব্রণ, কোষ্ঠকাঠিন্য, মুখে দুর্গন্ধ, হাজার রোগের সমাধান বাড়িতেই

ডব্লু.বি.পি, ডব্লু.বি.সি.এস, পি.এস.সি, এস.এস.সি (উচ্চ মাধ্যমিক, স্নাতক), রেল, ব্যাঙ্ক ইত্যাদি পরীক্ষার জন্য এই কোচিং সেন্টারে স্পেশাল কোচিং দেওয়া হবে। এই স্পেশাল কোচিং-এর জন্য কোনও ভর্তি-ফি নেই। এমনকি এই স্পেশাল কোচিং-এর কোর্সের কোনও সময়কাল নেই। এমনকি এই কোচিং-এর নাম নথিভুক্তর জন্য একটি কিউআর কোড ও দেওয়া হয়েছে, যার মাধ্যমে খুব সহজেই নাম নথিভুক্ত করা যাবে |

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাকেশ মাইতি

বাংলা খবর/ খবর/চাকরি/
Job: চাকরির পরীক্ষার কোচিং কোনও ভর্তি ফি ছাড়াই! দুর্দান্ত সুযোগ উলুবেড়িয়ার জেলা কর্মবিনিয়োগ কেন্দ্রের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল