চাকরির পদ ও দফতর: জেলা বিচারকের কার্যালয়ে বেঞ্চ ক্লার্ক ও ইংরেজি স্টেনোগ্রফার এই দুটি পদে একটি করে শূন্য পদ রয়েছে।
বেঞ্চ ক্লার্ক পদের যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস এবং বাংলা ও ইংরেজি ভাষায় জ্ঞান থাকা আবশ্যক। এছাড়াও কম্পিউটার চালানোর বিষয়ে জ্ঞান থাকতে হবে।
আরও পড়ুন: দশম-দ্বাদশ-আইটিআই উত্তীর্ণদের জন্য চাকরির দারুণ সুযোগ, কী ভাবে আবেদন? জানুন
advertisement
ইংরেজি স্টেনোগ্রাফার পদের যোগ্যতা: ন্যূনতম মাধ্যমিক পাস এবং ইংরেজি ও বাংলা ভাষায় জ্ঞান থাকা আবশ্যক। এছাড়া বাংলা ভাষা থেকে অনুবাদ জানতে হবে। কম্পিউটার বিষয়েও থাকতে হবে জ্ঞান। স্টেনোগ্রাফির গতি থাকতে হবে ৮০টি শব্দ প্রতি মিনিটে। এবং টাইপিং স্পিড থাকতে হবে ৩০টি শব্দ প্রতি মিনিটে।
আরও পড়ুন: আদিবাসী বিষয়ক মন্ত্রকে সরকারি চাকরির মহাসুযোগ, আজই আবেদন করুন
ওয়েবসাইট লিংক নিচে দেওয়া হল:
জেলা প্রশাসনের ওয়েবসাইট লিঙ্ক: https://coochbehar.gov.in/
নোটিশ লিঙ্ক: https://coochbehar.gov.in/notice_category/recruitment/
নোটিশ ডাউনলোড লিঙ্ক:
গুরুত্বপূর্ণ বিষয়: এই পদে আবেদন করা প্রার্থীদের কোচবিহার জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইট দেখার জন্য অনুরোধ করা হয়েছে। জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইট ছাড়া যোগাযোগের অন্য কোন উপায় নেই। অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের নির্ধারিত ফর্ম পূরণ করার মধ্যে দিয়ে আবেদন করতে হবে। প্রার্থীর পাসপোর্ট আকারের ছবি আবেদন পত্রের ওপরে ডান দিকে লাগিয়ে জমা করতে হবে ফর্ম। এছাড়াও আবেদনপত্র সঙ্গে ডাক্তারের ফিটনেস সার্টিফিকেট জমা দিতে হবে। এবং প্রার্থীর গুরুত্বপূর্ণ নথির ফটোকপি জমা দিতে হবে।
আবেদনের ঠিকানা: চাকরি প্রার্থীদের আবেদন পত্রটি “The District & Sessions Judge, Cooch Behar, P.O & District Cooch- Behar, Pin-736101” এই ঠিকানায় পোস্ট করে পাঠাতে হবে। একটি বন্ধ খামের মধ্যে আবেদন পত্রটি পাঠাতে হবে এই ঠিকানায়। স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্ট, এবং অন্যান্য সাধারণ পোস্ট এর মাধ্যমে পাঠানো যাবে আবেদন পত্রটি। তবে ব্যক্তিগতভাবে আবেদন পত্র জমা করা যাবে না।
দিন ও সময়: এই পদের জন্য আবেদনপত্র জমা করার শেষ তারিখ ১৮ জুলাই। তবে বিকেল বিকেল পাঁচটার পরে কোন প্রকারে আবেদনপত্র গ্রহণ করা হবে না। ১৯ জুলাই থেকে শুরু করে একুশে জুলাই পর্যন্ত আবেদনপত্র স্কুটিনি করা হবে। ইন্টারভিউ এর দিনক্ষণ পরবর্তী সময় ঘোষণা করা হবে।
Sarthak Pandit