TRENDING:

Durga Puja Travel 2023: ঝাড়গ্রাম যাচ্ছেন, তাহলে ঘুরে যান চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির

Last Updated:

Durga Puja Travel 2023:  আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে মায়ের স্বপ্নাদেশে  এখানকার রাজা রানীর কঙ্কন, বালা দিয়ে মায়ের মূর্তি গড়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম: জেলার যে কটিঐতিহাসিক ঐতিহ্যবাহী দুর্গা মন্দির রয়েছে তার মধ্যে অন্যতম হল চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির।জঙ্গলমহলে বেড়াতে এলে অনেক মানুষ ভিড় করেন এই মন্দির দেখার জন্য।মন্দিরের রয়েছে এক অজানা ইতিহাস, আর ঐতিহাসিক গুরুত্ব।আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে মায়ের স্বপ্নাদেশে এখানকার রাজা রানির কঙ্কন, বালা দিয়ে মায়ের মূর্তি গড়েছিলেন।
advertisement

এই মন্দির স্থাপন করা হয়েছিল চিল্কিগড়ের ডুলুং নদীর চড়াতে। এছাড়াও পুজোর ভ্রমণের বাড়তি পাওনা হিসেবে এখানে পাবেন গভীর জঙ্গল।প্রথমে এখানে ব্রাহ্মণ রাজা স্বরূপ ত্রিপাঠী পুজো চালিয়ে আসছিলেন। পরবর্তী ক্ষেত্রে সামন্ত রাজারা এই পুজো চালিয়ে আসেন।অন্যান্য পুজোর নিয়মাবলীর থেকে এখানে একটু আলাদা।মা কে অন্নভোগের সঙ্গে অন্যান্য খাবার দেওয়া হয়। প্রতিবার খাবারের শেষে মায়ের জন্য একটি পান দিয়ে মুখশুদ্ধিও করানোও হয়। রাজ আমলের প্রথা মত এখানে এখনও নিশা বলি দেওয়া হয়।এছাড়াও বিরাম ভোগের ব্যবস্থা রয়েছে ।

advertisement

আরও পড়ুন: পুজোর ছুটি নিভৃতে কাটাতে আসুন কাঁসাইনদীর পাশে বাগানে ঘেরা নির্জন এই মন্দির-গ্রামে

কথিত আছে বিরাম ভোগের রান্না নাকি মা নিজেই করেন। সেই প্রথা মত আজও এই বিরাম ভোগের প্রতীকি রান্না চলে আসছে। প্রতিবছর এই দুর্গাপুজো দেখতে দূর দুরান্ত থেকে মানুষের সমাগম দেখা যায়। এবারে আরওবেশি মানুষের সমাগম দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

advertisement

View More

আরও পড়ুন: বাবার দেওয়া ‘অচল’ পয়সা থেকেই নেশা, তারপর এত বছর ধরে যা করছেন এই শিক্ষক!

এবার মুখ্যমন্ত্রীর দেওয়া অনুদানে চিল্কিগড় কনক দুর্গা মন্দির নতুন রূপ পেয়েছে।এরই সঙ্গেপুরানো বিষ্ণুমন্দির ও নতুন অতিথিশালা গড়ে উঠেছে। সেক্ষেত্রে পর্যটকরা শহরতলির পুজো দেখার সঙ্গে চিলকিগড় কনকদুর্গা মায়ের পুজো দেখতে এলে এক অনন্য অভিজ্ঞতা নিয়ে যাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রাজু সিং

বাংলা খবর/ খবর/ঝাড়গ্রাম/
Durga Puja Travel 2023: ঝাড়গ্রাম যাচ্ছেন, তাহলে ঘুরে যান চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল