Durga Puja Travel: পুজোর ছুটি নিভৃতে কাটাতে আসুন কাঁসাইনদীর পাশে বাগানে ঘেরা নির্জন এই মন্দির-গ্রামে

Last Updated:

Durga Puja Travel: ছোট্ট গ্রামের মধ্যে একাধিক মন্দিরের অবস্থান এই গ্রামকে পরিচিতি এনে দিয়েছে

+
মন্দিরময়

মন্দিরময় পাথরা গ্রাম

রঞ্জন চন্দ, মেদিনীপুর: প্রকৃতির টানে প্রাচীন মন্দির দর্শন করতে অনেকেই ছুটে যান জঙ্গলমহলের বাঁকুড়া। কিন্তু কলকাতার খুব কাছেই রয়েছে মন্দির গ্রাম। মেদিনীপুর জেলা শহর থেকে অনতিদূরে নদীর পাড়ে রয়েছে মন্দিরময় পাথরা গ্রাম। প্রাচীন সময়ের একাধিক মন্দির এই গ্রামে রয়েছে বলে গ্রামটিকে বলা হয় মন্দিরময় গ্রাম। গ্রামের মধ্যেই রয়েছে একাধিক কারুকার্যময় মন্দির। মন্দিরে পূজা না হলেও মন্দিরের কারুকার্য এবং ঐতিহাসিক গুরুত্ব নজর কাড়ে ভ্রমণপিপাসু মানুষের। একাধিক মন্দিরে রয়েছে টেরাকোটার নানা শিল্পের কাজ। মন্দিরের দেওয়ালে খোদিত করা আছে নানা দেবদেবীর মূর্তিও।
মেদিনীপুর শহরের অনতিদূরে ইতিহাসের উপাদানে ভরপুর পাথরা গ্রাম, আজ আর ততটা অপরিচিত নয়। ছোট্ট গ্রামের মধ্যে একাধিক মন্দিরের অবস্থান এই গ্রামকে পরিচিতি এনে দিয়েছে। মেদিনীপুর শহর থেকে মাত্র কয়েক কিলোমিটার গেলে কাঁসাই নদীর তীরে ছোট সুন্দর গ্রাম পাথরা। মন্দিরের কারুকার্য ও গ্রামের ইতিহাস শোভিত করবে আপনার মনকে। জানতে পারবেন ইতিহাসের নানা কাহিনী।
advertisement
advertisement
বাংলার ঐতিহ্য ও অহংকারকে তুলে ধরতে উদ্যোগী মহম্মদ ইয়াসিন পাঠান। সাধারণ মানুষকে নিয়ে গড়ে তুলেছেন কমিটি। লিখেছেন পাথরার ইতিহাসও। কাঁসাই নদীর ধারে নির্জন পরিবেশে এক মন্দিরনগরী, চারপাশে ফুলের বাগান, পর্যটকদের জন্য আবাস নিয়ে এক পর্যটনস্থলের নয়া ডেস্টিনেশন এই পাথরা।
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Durga Puja Travel: পুজোর ছুটি নিভৃতে কাটাতে আসুন কাঁসাইনদীর পাশে বাগানে ঘেরা নির্জন এই মন্দির-গ্রামে
Next Article
advertisement
West Bengal Weather Forecast: ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
  • ঝড়বৃষ্টি চলবে উত্তরবঙ্গে ! তবে দুর্যোগ কিছুটা কমবে

  • দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement