তখন হইচই পড়ে যাই ওই এলাকায়। তবে কোনও ক্ষয়ক্ষতি তাণ্ডব না করেই ওই দাঁতাল হাতিটি সেখান থেকে অন্যত্র চলে যায়। ইতিমধ্যেই ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডবের খবর সামনে আসতেই থাকে৷ গত কয়েকদিন থেকে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের ঘরবাড়ি ভেঙে চলেছে এই দাঁতাল হাতির দলগুলি। ঝাড়গ্রামে হাতির থানায় যেমন বাড়ছে মৃত্যুর সংখ্যা তেমনি পাল্লা দিয়ে বেড়ে চলেছে আহত ও ক্ষয়ক্ষতির ঘটনা।
advertisement
আরও পড়ুন – Rain Alert: জেলায়, জেলায় প্রকৃতির খেলার ভোলবদল, বঙ্গোপসাগরের নিম্নচাপে সব হবে এদিক-ওদিক
একপ্রকার অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার সাধারণ মানুষ। ঝাড়গ্রামে একদিকে বিভিন্ন দাবিতে হাতি তাড়ানোর হুলা পার্টির কর্মীরা তাদের কাজ বন্ধ রেখেছেন। আর যার ফলে বাড়ছে আরো সমস্যা। হাতি গুলিকে গাইড না করায় লোকালয়ে ঢুকছে হাতির দল আর ভাঙচুর চালাচ্ছে সাধারণ মানুষের ঘরবাড়ি।
আরও পড়ুন – Emerging Player’s Asia Cup: টুর্নামেন্টে নাকি উঠতিদের, ‘বুড়ো’-দের দেদার খেলাল পাকিস্তান-বাংলাদেশ
ঝাড়গ্রামে বন প্রতিমন্ত্রী তথা ঝাড়গ্রামের বিধায়ক বিরবাহা হাঁসদার বাড়ি, কিন্তু তারপরেও হাতির তাণ্ডব-ক্রমশই বাড়ছে। সাতসকালে ই পেট্রোল পাম্পে হাতই প্রবেশ করায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছিল ওই এলাকায়। তবে ঘটনাটি সকালে হওয়ায় তেমন মানুষজন তখন উপস্থিত ছিলেন না পেট্রোল পাম্পে। আর যেখানে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
Raju sing