Emerging Player's Asia Cup: টুর্নামেন্টে নাকি উঠতিদের, ‘বুড়ো’-দের দেদার খেলাল পাকিস্তান-বাংলাদেশ

Last Updated:

এমার্জিং এশিয়া কাপের চতুর্থ মরশুমের খেলা ছিল৷ এর আগে অনুর্ধ্ব ২৩ প্লেয়াররাই এই টুর্নামেন্টে খেলতেন৷ ভারতের উইকেটরক্ষক স্নেল প্যাটেল একমাত্র প্লেয়ার ছিলেন যাঁর বয়স ২৯ ছিল৷ বাকি সকলেই ছিল ২৩ বা তার নিচে৷

বুড়ো প্লেয়াররাই নাকি এমার্জিং
বুড়ো প্লেয়াররাই নাকি এমার্জিং
নয়াদিল্লি: দ্য এমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালটা ভারতের জন্য সুখকর হয়নি৷ ভারত এ বনাম পাকিস্তান এ দল ফাইনাল খেললেও, শেষ হাসিটা হেসেছে পাকিস্তানই৷ এমার্জিং টিমস এশিয়া কাপ – অর্থাৎ উঠতি দলের এশিয়া কাপ৷ তবে এতে অফিসিয়ালি কোনও প্লেয়ারের খেলার বয়স সীমা নেই৷ সাধারণত এই টুর্নামেন্টে অনুর্ধ্ব ২৩ প্লেয়ারদের দিয়েই দল সাজানো হয়৷ তবে সব দলেই এক -দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে খেলিয়েছে দেশগুলি৷ শুধুমাত্র ভারতই একমাত্র দল যাঁরা এইরকম কিছু করেনি৷ এমনকি পাকিস্তান ও বাংলাদেশ এমন প্লেয়ারদের খেলিয়েছে যাঁরা আন্তর্জাতিক স্তরেও খেলেছে৷
এটা এমার্জিং এশিয়া কাপের চতুর্থ মরশুমের খেলা ছিল৷ এর আগে অনুর্ধ্ব ২৩ প্লেয়াররাই এই টুর্নামেন্টে খেলতেন৷ ভারতের উইকেটরক্ষক স্নেল প্যাটেল একমাত্র প্লেয়ার ছিলেন যাঁর বয়স ২৯ ছিল৷ বাকি সকলেই ছিল ২৩ বা তার নিচে৷
advertisement
advertisement
তবে যে ক্রিকেটারদের বয়স নিয়ে জোর শিরোনাম ছিনিয়ে নিচ্ছে তাঁরা দেখে নিন৷
১) নুর আলি জারদান (৩৫)- অভিজ্ঞ আফগানিস্তান ব্যাটার যিনি ৫১ টি একদিনের ম্যাচ, ১৯ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে৷ ২০০৯ তে তিনি অভিষেক করেছিলেন৷ জারদার ২০১৯ অবধি নিয়মিত ভারতীয় দলে খেলেছেন৷ ফর্মের অভাবে তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে৷
advertisement
২) সৌম্য সরকার (৩০)- টি টোয়েন্টি বিশ্বকাপে ২০২১ খেলেছেন৷ ২০১৯ -র একদিনের বিশ্বকাপ ক্রিকেটে খেলেছেন৷ সৌম্য সরকার এই টুর্নামেন্টের অভিজ্ঞ প্লেয়ার৷ ূবাংলাদেশের অলরাউন্ডার তিন ফর্ম্যাটেই খেলেছেন৷ তিনি জাতীয় দলের হয়ে ২০১৪ৃ-১৫  সাল থেকে খেলেছেন৷ সরকার সিনিয়র বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে গতবছর খেলেছেন৷
advertisement
৩) অভিষ্কা ফার্নান্দো (২৫)- শ্রীলঙ্কা ওপেনার জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন৷ তাঁর ২৯ টি একদিনের ক্রিকেট এবং ৩৩ টি টিয়োন্টি খেলেছেন৷ ফার্নান্দো ৯৯০ রান করেছেন৷ ৫০ ওভারে তাঁর এই পারফরম্যান্স৷ ৩৩৭ রান করেছেন শর্ট ফর্ম্যাটে৷
৪) তায়াব তাহির (২৯)- পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি৷ ফাইনাল ম্যাচে তিনি ১০৮ রান করেন৷ তিনি আন্তর্জাতিক ম্যাচ ও টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের জার্সিতে৷
বাংলা খবর/ খবর/খেলা/
Emerging Player's Asia Cup: টুর্নামেন্টে নাকি উঠতিদের, ‘বুড়ো’-দের দেদার খেলাল পাকিস্তান-বাংলাদেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement