Emerging Player's Asia Cup: টুর্নামেন্টে নাকি উঠতিদের, ‘বুড়ো’-দের দেদার খেলাল পাকিস্তান-বাংলাদেশ

Last Updated:

এমার্জিং এশিয়া কাপের চতুর্থ মরশুমের খেলা ছিল৷ এর আগে অনুর্ধ্ব ২৩ প্লেয়াররাই এই টুর্নামেন্টে খেলতেন৷ ভারতের উইকেটরক্ষক স্নেল প্যাটেল একমাত্র প্লেয়ার ছিলেন যাঁর বয়স ২৯ ছিল৷ বাকি সকলেই ছিল ২৩ বা তার নিচে৷

বুড়ো প্লেয়াররাই নাকি এমার্জিং
বুড়ো প্লেয়াররাই নাকি এমার্জিং
নয়াদিল্লি: দ্য এমার্জিং টিমস এশিয়া কাপের ফাইনালটা ভারতের জন্য সুখকর হয়নি৷ ভারত এ বনাম পাকিস্তান এ দল ফাইনাল খেললেও, শেষ হাসিটা হেসেছে পাকিস্তানই৷ এমার্জিং টিমস এশিয়া কাপ – অর্থাৎ উঠতি দলের এশিয়া কাপ৷ তবে এতে অফিসিয়ালি কোনও প্লেয়ারের খেলার বয়স সীমা নেই৷ সাধারণত এই টুর্নামেন্টে অনুর্ধ্ব ২৩ প্লেয়ারদের দিয়েই দল সাজানো হয়৷ তবে সব দলেই এক -দুজন অভিজ্ঞ ক্রিকেটারকে খেলিয়েছে দেশগুলি৷ শুধুমাত্র ভারতই একমাত্র দল যাঁরা এইরকম কিছু করেনি৷ এমনকি পাকিস্তান ও বাংলাদেশ এমন প্লেয়ারদের খেলিয়েছে যাঁরা আন্তর্জাতিক স্তরেও খেলেছে৷
এটা এমার্জিং এশিয়া কাপের চতুর্থ মরশুমের খেলা ছিল৷ এর আগে অনুর্ধ্ব ২৩ প্লেয়াররাই এই টুর্নামেন্টে খেলতেন৷ ভারতের উইকেটরক্ষক স্নেল প্যাটেল একমাত্র প্লেয়ার ছিলেন যাঁর বয়স ২৯ ছিল৷ বাকি সকলেই ছিল ২৩ বা তার নিচে৷
advertisement
advertisement
তবে যে ক্রিকেটারদের বয়স নিয়ে জোর শিরোনাম ছিনিয়ে নিচ্ছে তাঁরা দেখে নিন৷
১) নুর আলি জারদান (৩৫)- অভিজ্ঞ আফগানিস্তান ব্যাটার যিনি ৫১ টি একদিনের ম্যাচ, ১৯ টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে৷ ২০০৯ তে তিনি অভিষেক করেছিলেন৷ জারদার ২০১৯ অবধি নিয়মিত ভারতীয় দলে খেলেছেন৷ ফর্মের অভাবে তাঁকে দল থেকে বাদ দিয়ে দেওয়া হবে৷
advertisement
২) সৌম্য সরকার (৩০)- টি টোয়েন্টি বিশ্বকাপে ২০২১ খেলেছেন৷ ২০১৯ -র একদিনের বিশ্বকাপ ক্রিকেটে খেলেছেন৷ সৌম্য সরকার এই টুর্নামেন্টের অভিজ্ঞ প্লেয়ার৷ ূবাংলাদেশের অলরাউন্ডার তিন ফর্ম্যাটেই খেলেছেন৷ তিনি জাতীয় দলের হয়ে ২০১৪ৃ-১৫  সাল থেকে খেলেছেন৷ সরকার সিনিয়র বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে গতবছর খেলেছেন৷
advertisement
৩) অভিষ্কা ফার্নান্দো (২৫)- শ্রীলঙ্কা ওপেনার জানুয়ারিতে ভারতের বিরুদ্ধে খেলেছিলেন৷ তাঁর ২৯ টি একদিনের ক্রিকেট এবং ৩৩ টি টিয়োন্টি খেলেছেন৷ ফার্নান্দো ৯৯০ রান করেছেন৷ ৫০ ওভারে তাঁর এই পারফরম্যান্স৷ ৩৩৭ রান করেছেন শর্ট ফর্ম্যাটে৷
৪) তায়াব তাহির (২৯)- পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি৷ ফাইনাল ম্যাচে তিনি ১০৮ রান করেন৷ তিনি আন্তর্জাতিক ম্যাচ ও টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন পাকিস্তানের জার্সিতে৷
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Emerging Player's Asia Cup: টুর্নামেন্টে নাকি উঠতিদের, ‘বুড়ো’-দের দেদার খেলাল পাকিস্তান-বাংলাদেশ
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement